১৪ বছরে আফগান যুদ্ধে ২৬ হাজার শিশু নিহত-অঙ্গহানি
অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২০ ১৬:৫৯
আফগানিস্তানে কান্দাহারের এক শিশু। ছবি: এএফপি
গত ১৪ বছরে আফগানিস্তানে প্রতিদিন অন্তত পাঁচজন শিশু হতাহতের শিকার হচ্ছে। একটি দাতব্য সংস্থার পরিসংখ্যানে আফগান যুদ্ধের এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে।
বিবিসি জানায়, জাতিসংঘ থেকে সংগৃহীত তথ্য থেকে শুক্রবার এ পরিসংখ্যান প্রকাশ করে শিশু বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন ।
এতে দেখা যায়, ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৬ হাজার ২৫ জন আফগান শিশু হত্যা বা অঙ্গহানির শিকার হয়েছে।
দাতব্য সংস্থাটি জানায়, শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক ১১ দেশের মধ্যে একটি আফগানিস্তান।
পরিসংখ্যানটিতে আরও দেখা যায়, ২০১৯ সালে পুরো বিশ্বে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সবচেয়ে বেশি শিশু হত্যা এবং অঙ্গহানির শিকার হয়।
সে বছর আফগানিস্তানে নিহত হয় ৮৭৪ জন এবং অঙ্গহানি হয় ২ হাজার ২৭৫ জনের।
এর মধ্যে আফগান সরকারের সঙ্গে তালেবানদের চলমান শান্তি আলোচনা এবং মার্কিন সেনা ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানে সংঘাতের মাত্রা বেড়ে চলেছে।
এমন পরিস্থিতিতে জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি শীর্ষ বৈঠকের আগে সেভ দ্য চিলড্রেন দাতা দেশগুলোর কাছে আফগান শিশুদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২০ ১৬:৫৯

গত ১৪ বছরে আফগানিস্তানে প্রতিদিন অন্তত পাঁচজন শিশু হতাহতের শিকার হচ্ছে। একটি দাতব্য সংস্থার পরিসংখ্যানে আফগান যুদ্ধের এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে।
বিবিসি জানায়, জাতিসংঘ থেকে সংগৃহীত তথ্য থেকে শুক্রবার এ পরিসংখ্যান প্রকাশ করে শিশু বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন ।
এতে দেখা যায়, ২০০৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৬ হাজার ২৫ জন আফগান শিশু হত্যা বা অঙ্গহানির শিকার হয়েছে।
দাতব্য সংস্থাটি জানায়, শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক ১১ দেশের মধ্যে একটি আফগানিস্তান।
পরিসংখ্যানটিতে আরও দেখা যায়, ২০১৯ সালে পুরো বিশ্বে সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সবচেয়ে বেশি শিশু হত্যা এবং অঙ্গহানির শিকার হয়।
সে বছর আফগানিস্তানে নিহত হয় ৮৭৪ জন এবং অঙ্গহানি হয় ২ হাজার ২৭৫ জনের।
এর মধ্যে আফগান সরকারের সঙ্গে তালেবানদের চলমান শান্তি আলোচনা এবং মার্কিন সেনা ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানে সংঘাতের মাত্রা বেড়ে চলেছে।
এমন পরিস্থিতিতে জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া একটি শীর্ষ বৈঠকের আগে সেভ দ্য চিলড্রেন দাতা দেশগুলোর কাছে আফগান শিশুদের সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানায়।