নারীদের বিনা মূল্যে ন্যাপকিন দেওয়ার আইন স্কটল্যান্ডে
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ১৩:২৮
বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনা মূল্যে সব নারীকে ন্যাপকিন সরবরাহ করতে যাচ্ছে স্কটল্যান্ড। নারীরা যেন সহজে পণ্যগুলো পান সে জন্য একটি আইন করেছে দেশটি।
‘পিরিয়ড পোভার্টি’ নামের ওই আইনে বলা হয়েছে, স্কুল-কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত ঋতুস্রাবের পণ্য বিনা মূল্যে দিতে হবে। সমাজের অন্য নারীরাও এটি বিনা মূল্যে নিতে পারবেন।
আইনের অধীনে স্কটিশ সরকার দেশজুড়ে একটি কর্মসূচি চালু করবে। কর্মসূচির আওতায় পাবলিক টয়লেট থেকে শুরু করে অফিস-আদালতের বাথরুমে ন্যাপকিন রাখা হবে।
স্কটল্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানে দুই বছর ধরে বিনা মূল্যে ন্যাপকিন দিয়ে আসছে। এবার সারা দেশের নারীদের এই সুযোগ দিতে ৩২ মিলিয়ন ডলারের বার্ষিক বাজেট পাস করেছে দেশটির সংসদ।
পৃথিবীর বেশ কিছু অঞ্চলের নির্দিষ্ট কিছু সেক্টরে নারীদের বিনা মূল্যে এ ধরনের পণ্য সরবরাহ করা হয়। কিন্তু এভাবে সারা দেশে এই প্রথম ন্যাপকিন বিতরণের কথা শোনা গেল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ১৩:২৮

বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনা মূল্যে সব নারীকে ন্যাপকিন সরবরাহ করতে যাচ্ছে স্কটল্যান্ড। নারীরা যেন সহজে পণ্যগুলো পান সে জন্য একটি আইন করেছে দেশটি।
‘পিরিয়ড পোভার্টি’ নামের ওই আইনে বলা হয়েছে, স্কুল-কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত ঋতুস্রাবের পণ্য বিনা মূল্যে দিতে হবে। সমাজের অন্য নারীরাও এটি বিনা মূল্যে নিতে পারবেন।
আইনের অধীনে স্কটিশ সরকার দেশজুড়ে একটি কর্মসূচি চালু করবে। কর্মসূচির আওতায় পাবলিক টয়লেট থেকে শুরু করে অফিস-আদালতের বাথরুমে ন্যাপকিন রাখা হবে।
স্কটল্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানে দুই বছর ধরে বিনা মূল্যে ন্যাপকিন দিয়ে আসছে। এবার সারা দেশের নারীদের এই সুযোগ দিতে ৩২ মিলিয়ন ডলারের বার্ষিক বাজেট পাস করেছে দেশটির সংসদ।
পৃথিবীর বেশ কিছু অঞ্চলের নির্দিষ্ট কিছু সেক্টরে নারীদের বিনা মূল্যে এ ধরনের পণ্য সরবরাহ করা হয়। কিন্তু এভাবে সারা দেশে এই প্রথম ন্যাপকিন বিতরণের কথা শোনা গেল।