গোয়েন্দা ব্রিফিং নেবেন বাইডেন
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ১৫:৪১
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে রাষ্ট্রীয় গোপনীয় বিষয় সম্পর্কে জানানোর জন্য অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে কাতারভিত্তিক আলজাজিরা জানায়, এ সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে নিরাপত্তা হুমকি সম্পর্কিত সর্বশেষ গোয়েন্দা তথ্যও দেয়া হবে বাইডেনকে।
মঙ্গলবার ট্রাম্প বাইডেনকে প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিং দেয়ার জন্য অনুমতি দেন বলে একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন।
বাইডেনকে প্রথম ব্রিফিংটি কখন এবং কোথায় দেয়া হবে এ নিয়ে কাজ করছে প্রশাসন।
হোয়াইট হাউসে ওঠার আগে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিঙ্গটনে নিজের বাড়ি থেকে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন বাইডেন। স্থানীয় একটি থিয়েটার হলে কাজ করছে তার টিম।
ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই) অফিসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, নির্দেশনা অনুসারে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের অ্যাক্ট অনুযায়ী বাইডেনের টিমকে যাবতীয় সহযোগিতা দেয়া হবে।
সোমবার বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে অনুমতি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে নির্বাচনে তার পরাজয় স্বীকার করে নিলেন তিনি পরোক্ষভাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ১৫:৪১
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে রাষ্ট্রীয় গোপনীয় বিষয় সম্পর্কে জানানোর জন্য অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে কাতারভিত্তিক আলজাজিরা জানায়, এ সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে নিরাপত্তা হুমকি সম্পর্কিত সর্বশেষ গোয়েন্দা তথ্যও দেয়া হবে বাইডেনকে।
মঙ্গলবার ট্রাম্প বাইডেনকে প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিং দেয়ার জন্য অনুমতি দেন বলে একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন।
বাইডেনকে প্রথম ব্রিফিংটি কখন এবং কোথায় দেয়া হবে এ নিয়ে কাজ করছে প্রশাসন।
হোয়াইট হাউসে ওঠার আগে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিঙ্গটনে নিজের বাড়ি থেকে পরবর্তী সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন বাইডেন। স্থানীয় একটি থিয়েটার হলে কাজ করছে তার টিম।
ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ওডিএনআই) অফিসের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, নির্দেশনা অনুসারে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরের অ্যাক্ট অনুযায়ী বাইডেনের টিমকে যাবতীয় সহযোগিতা দেয়া হবে।
সোমবার বাইডেনের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করতে অনুমতি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে নির্বাচনে তার পরাজয় স্বীকার করে নিলেন তিনি পরোক্ষভাবে।