আপনাদের মতো একজন হয়েই থাকব: বাইডেন
অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি, ২০২১ ০০:৩৮
শপথ নিয়েই ঐক্যের ডাক দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণতন্ত্র ও অর্থনৈতিক অর্জন পুনরুদ্ধারে শোনালেন আশার বাণী।
সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার দুপুরে ক্যাপিটলের চত্বরে বাইবেল ছুঁয়ে শপথ নেন বাইডেন। তাকে শপথ পড়ান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্ট।
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিষেক বক্তব্যে বাইডেন বলেন, ‘দেশে অনেক কিছু মেরামত করার, পুনরুদ্ধার করার, অনেক কিছু নিরাময়ের, অনেক কিছু নির্মাণ এবং অর্জন করার আছে।’
এ সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। বাইডেন বলেন, ‘এ ভাইরাস নীরবে পুরো দেশকে কবজা করে ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যত মানুষ মারা গিয়েছিল এক বছরেই সমান প্রাণ নিয়ে নিয়েছে এ ভাইরাস। লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে।’
বাইডেনের অভিষেক ভাষণে উঠে আসে বর্ণবাদ ইস্যুও। তিনি বলেন, ‘বর্ণবাদ বিরোধী ন্যায় প্রতিষ্ঠার জন্য চারশ বছর ধরে কাঁদছে আমেরিকা।’
তিনি বলেন, ‘এসব চ্যালেঞ্জ পার করতে, ভবিষ্যতের আমেরিকাকে সুরক্ষিত করতে প্রতিশ্রুতির চেয়েও দরকার আরও বেশি কিছু। সবকিছুর জন্যই একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেটি প্রয়োজন সেটি হচ্ছে, ঐক্য।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সকলের সামনে ঈশ্বরের নামে শপথ নিয়ে কথা দিচ্ছি, আমি সব সময় আপনাদের মতো একজন হয়েই থাকব।’
শুরুতে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস-প্রেসিডেন্ট হলেন তিনি। একইসঙ্গে প্রথম কৃষ্ণাঙ্গ ও আফ্রো-এশীয় ভাইস-প্রেসিডেন্ট পেল মার্কিন জনগণ।
এর আগে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যাপিটলে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট। এসময় জিলের হাত ধরে ছিলেন বাইডেন। বেগুনি রঙের কোট পরিহিতা কমলার সঙ্গে ছিলেন তার স্বামী ডগলাস এমহফ। নির্বাচনী প্রচারণায় বেগুনি ও হলুদ রঙকে বেছে নিয়েছিলেন কমলা।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছু সময় আগে আমন্ত্রিত অতিথিরা একে একে হাজিন হন ক্যাপিটল চত্বরে। করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্য সুরক্ষায় সবার মুখে ছিল মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছিল অতিথিদের আসন।
মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা। দেখা গেছে তিন সাবেক ফার্স্ট লেডি বুশের স্ত্রী লরা বুশ, ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ও ওবামার স্ত্রী মিশেল ওবামাকে।
সস্ত্রীক বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও ছিলেন বাইডেনের অভিষেকে। তবে ছিলেন না জীবিত সাবেক প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি বয়সী জিমি কার্টার। এ ছাড়া ঘোষণা অনুযায়ী ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ জানুয়ারি, ২০২১ ০০:৩৮

শপথ নিয়েই ঐক্যের ডাক দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গণতন্ত্র ও অর্থনৈতিক অর্জন পুনরুদ্ধারে শোনালেন আশার বাণী।
সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার দুপুরে ক্যাপিটলের চত্বরে বাইবেল ছুঁয়ে শপথ নেন বাইডেন। তাকে শপথ পড়ান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্ট।
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিষেক বক্তব্যে বাইডেন বলেন, ‘দেশে অনেক কিছু মেরামত করার, পুনরুদ্ধার করার, অনেক কিছু নিরাময়ের, অনেক কিছু নির্মাণ এবং অর্জন করার আছে।’
এ সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। বাইডেন বলেন, ‘এ ভাইরাস নীরবে পুরো দেশকে কবজা করে ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যত মানুষ মারা গিয়েছিল এক বছরেই সমান প্রাণ নিয়ে নিয়েছে এ ভাইরাস। লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে।’
বাইডেনের অভিষেক ভাষণে উঠে আসে বর্ণবাদ ইস্যুও। তিনি বলেন, ‘বর্ণবাদ বিরোধী ন্যায় প্রতিষ্ঠার জন্য চারশ বছর ধরে কাঁদছে আমেরিকা।’
তিনি বলেন, ‘এসব চ্যালেঞ্জ পার করতে, ভবিষ্যতের আমেরিকাকে সুরক্ষিত করতে প্রতিশ্রুতির চেয়েও দরকার আরও বেশি কিছু। সবকিছুর জন্যই একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যেটি প্রয়োজন সেটি হচ্ছে, ঐক্য।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সকলের সামনে ঈশ্বরের নামে শপথ নিয়ে কথা দিচ্ছি, আমি সব সময় আপনাদের মতো একজন হয়েই থাকব।’
শুরুতে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস-প্রেসিডেন্ট হলেন তিনি। একইসঙ্গে প্রথম কৃষ্ণাঙ্গ ও আফ্রো-এশীয় ভাইস-প্রেসিডেন্ট পেল মার্কিন জনগণ।
এর আগে স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ক্যাপিটলে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট। এসময় জিলের হাত ধরে ছিলেন বাইডেন। বেগুনি রঙের কোট পরিহিতা কমলার সঙ্গে ছিলেন তার স্বামী ডগলাস এমহফ। নির্বাচনী প্রচারণায় বেগুনি ও হলুদ রঙকে বেছে নিয়েছিলেন কমলা।
অনুষ্ঠান শুরু হওয়ার কিছু সময় আগে আমন্ত্রিত অতিথিরা একে একে হাজিন হন ক্যাপিটল চত্বরে। করোনা সংক্রমণের কারণে স্বাস্থ্য সুরক্ষায় সবার মুখে ছিল মাস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখে বসানো হয়েছিল অতিথিদের আসন।
মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা। দেখা গেছে তিন সাবেক ফার্স্ট লেডি বুশের স্ত্রী লরা বুশ, ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন ও ওবামার স্ত্রী মিশেল ওবামাকে।
সস্ত্রীক বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সও ছিলেন বাইডেনের অভিষেকে। তবে ছিলেন না জীবিত সাবেক প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি বয়সী জিমি কার্টার। এ ছাড়া ঘোষণা অনুযায়ী ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।