যুক্তরাষ্ট্রের ইহুদি উপাসনালয়ের জিম্মিরা ১০ঘণ্টা পর মুক্ত
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২২ ১২:৫৪
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইহুদি উপাসনালয়ে ১০ ঘণ্টা ধরে বেশ কয়েকজনকে বন্দি রেখেছিল এক অস্ত্রধারী। অবশেষে ১০ ঘণ্টা পর সেই বন্দিদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।
গ্রেগ জানান, সব বন্দিদেরই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে ঘটনাস্থলে থাকা বহু সাংবাদিক দাবি করেছেন যে, সেখানে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পেয়েছেন তাঁরা। তবে ওই আস্ত্রধারীকে ধরা সম্ভব হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
জানান যায়, টেক্সাসের কলিভিলে ইহুদিদের উপাসনালয়ে গিয়ে চার ইহুদিকে বন্দি করে এক সশস্ত্র ব্যক্তি। তার দাবি ছিল, মার্কিন জেলে বন্দি থাকা এক পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানীর মুক্তি দিতে হবে।
যে পাকিস্তানি বিজ্ঞানীর মুক্তির দাবি পেশ করেছে ওই অস্ত্রধারী তিনি আফগানিস্তানে এক মার্কিন সেনাকে খুনের চেষ্টা করার দায়ে সাজা খাটছেন। আফিয়া সিদ্দিকি নামের ওই নারী একজন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী। জঙ্গী গোষ্ঠী আল-কায়দার সঙ্গে আফিয়ার যোগ রয়েছে বলে সন্দেহ করা হত। আফগানিস্তানে মার্কিন সামরিক কর্মকর্তাদের হত্যার চেষ্টার দায়ে আফিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল আফিয়াকে। ২০১০ সালে আফিয়াকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি টেক্সাসের ফেডারেল কারাগারে আছে।
চারজনকে জিম্মি করে আফিয়ার সঙ্গে কথাও বলতে চায় ওই অস্ত্রধারী। তবে ইহুদিদের বন্দি বানানো ওই ব্যক্তির প্রকৃত পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রশাসন।
অবশ্য, মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইহুদিদের বন্দি করে রাখা ওই ব্যক্তি আফিয়ার ভাই হতে পারে। তার একটি ছবিও প্রকাশ্যে এসেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২২ ১২:৫৪

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইহুদি উপাসনালয়ে ১০ ঘণ্টা ধরে বেশ কয়েকজনকে বন্দি রেখেছিল এক অস্ত্রধারী। অবশেষে ১০ ঘণ্টা পর সেই বন্দিদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।
গ্রেগ জানান, সব বন্দিদেরই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে ঘটনাস্থলে থাকা বহু সাংবাদিক দাবি করেছেন যে, সেখানে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনতে পেয়েছেন তাঁরা। তবে ওই আস্ত্রধারীকে ধরা সম্ভব হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
জানান যায়, টেক্সাসের কলিভিলে ইহুদিদের উপাসনালয়ে গিয়ে চার ইহুদিকে বন্দি করে এক সশস্ত্র ব্যক্তি। তার দাবি ছিল, মার্কিন জেলে বন্দি থাকা এক পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানীর মুক্তি দিতে হবে।
যে পাকিস্তানি বিজ্ঞানীর মুক্তির দাবি পেশ করেছে ওই অস্ত্রধারী তিনি আফগানিস্তানে এক মার্কিন সেনাকে খুনের চেষ্টা করার দায়ে সাজা খাটছেন। আফিয়া সিদ্দিকি নামের ওই নারী একজন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী। জঙ্গী গোষ্ঠী আল-কায়দার সঙ্গে আফিয়ার যোগ রয়েছে বলে সন্দেহ করা হত। আফগানিস্তানে মার্কিন সামরিক কর্মকর্তাদের হত্যার চেষ্টার দায়ে আফিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল আফিয়াকে। ২০১০ সালে আফিয়াকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি টেক্সাসের ফেডারেল কারাগারে আছে।
চারজনকে জিম্মি করে আফিয়ার সঙ্গে কথাও বলতে চায় ওই অস্ত্রধারী। তবে ইহুদিদের বন্দি বানানো ওই ব্যক্তির প্রকৃত পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রশাসন।
অবশ্য, মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইহুদিদের বন্দি করে রাখা ওই ব্যক্তি আফিয়ার ভাই হতে পারে। তার একটি ছবিও প্রকাশ্যে এসেছে।