যুক্তরাষ্ট্রের স্কুলে ৫২ বছরে নিহত ২০০, আগ্নেয়াস্ত্র আইনে যা আছে
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২২ ১৮:৪৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার ১৯ শিশু শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিহত হয়েছে। এই ঘটনার পর দেশটির আগ্নেয়াস্ত্র আইন নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। পাশাপাশি ওঠে এসেছে স্কুলে হামলার সাম্প্রতিক কিছু ঘটনা।
নিউইর্য়ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের স্কুলে হামলায় দ্বিতীয় সর্বোচ্চ ভয়ংকর ঘটনা এটি। আর এই ৫২ বছরে দেশটির স্কুলে হামলায় হামলাকারী ছাড়াই কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে।
এর মধ্যে ১৯৯৯ সালের ২০ এপ্রিলের কলোরাডোর ২ তরুণের হামলায় ১২ শিক্ষার্থী ও ১ শিক্ষক নিহতের ঘটনা রয়েছে। যেখানে আরও ২৪ জন আহত হন। এ ছাড়া ২০০৭ সালে ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের এক দক্ষিণ কোরীয় ছাত্র স্কুলের ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর এলোপাতারি গুলি চালায়। নিজে আত্মহত্যা করার আগে সে ৩২ জন শিক্ষার্থী ও শিক্ষককে হত্যা করে। ভার্জিনিয়া রাজ্যের ব্ল্যাকবার্গ শহরে অবস্থিত ক্যাম্পাসের এই হামলায় আরও ৩৩ জন আহত হন।
২০০২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এক ২০ বছর বয়সী আততায়ী হামলা চালান। ৬ থেকে ৭ বছর বয়সী ২০টি শিশু এবং ৬ জন প্রাপ্তবয়স্ক মানুষকে গুলি করে হত্যা করার পর তিনি আত্মহত্যা করেন।
টেক্সাসের সাম্প্রতিক ঘটনার পর আগ্নেয়াস্ত্র আইন নিয়ে প্রশ্ন উঠলেও স্থানীয়দের অনেকেই প্রচলিত আইনের পক্ষেই আছেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র আইন সবচেয়ে শিথিল, সেগুলোর মধ্যে টেক্সাস একটি। গভর্নর গ্রেগ অ্যাবটের আমলে এই আইন আরও শিথিল হয়েছে।
গত বছর টেক্সাস একটি আইন পাস করে। এই আইনে অঙ্গরাজ্যের বাসিন্দাদের অনুমোদন ছাড়াই গোপন হ্যান্ডগান বহন করার অনুমতি দেওয়া হয়। তবে অঙ্গরাজ্যটির বেশিরভাগ স্কুল বা কলেজে বন্দুক বহন করার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়।
টেক্সাসের আইনে হ্যান্ডগান কেনার দাপ্তরিক বয়স ন্যূনতম ২১, তবে ১৮ বছর বয়স হলেই রাইফেল কেনা যেতে পারে। এ ছাড়া পারিবারিক সহিংসতা বা ধাওয়া জাতীয় হুমকির মুখে থাকলে ১৮ থেকে ২১ বছর বয়সীরাও লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছ থেকে হ্যান্ডগান কেনার অনুরোধ করতে পারেন।
টেক্সাসের আইনে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রাঙ্গণে বন্দুক বহন নিষিদ্ধ করতে পারে। তবে টেক্সাসে সম্প্রতি চালু হওয়া আরেকটি আইনে সরকারি সংস্থাগুলোকে 'আগ্নেয়াস্ত্র শিল্পের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে' এমন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে নিষিদ্ধ করা হয়েছে।
গভর্নর অ্যাবট আরেকটি আইনেও সই করেছেন, যে আইনে স্থানীয় কর্মকর্তাদের নতুন, আরও নিষেধাজ্ঞামূলক, ফেডারেল বন্দুকবিধি প্রয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০২২ ১৮:৪৪

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার ১৯ শিশু শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিহত হয়েছে। এই ঘটনার পর দেশটির আগ্নেয়াস্ত্র আইন নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। পাশাপাশি ওঠে এসেছে স্কুলে হামলার সাম্প্রতিক কিছু ঘটনা।
নিউইর্য়ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের স্কুলে হামলায় দ্বিতীয় সর্বোচ্চ ভয়ংকর ঘটনা এটি। আর এই ৫২ বছরে দেশটির স্কুলে হামলায় হামলাকারী ছাড়াই কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে।
এর মধ্যে ১৯৯৯ সালের ২০ এপ্রিলের কলোরাডোর ২ তরুণের হামলায় ১২ শিক্ষার্থী ও ১ শিক্ষক নিহতের ঘটনা রয়েছে। যেখানে আরও ২৪ জন আহত হন। এ ছাড়া ২০০৭ সালে ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের এক দক্ষিণ কোরীয় ছাত্র স্কুলের ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর এলোপাতারি গুলি চালায়। নিজে আত্মহত্যা করার আগে সে ৩২ জন শিক্ষার্থী ও শিক্ষককে হত্যা করে। ভার্জিনিয়া রাজ্যের ব্ল্যাকবার্গ শহরে অবস্থিত ক্যাম্পাসের এই হামলায় আরও ৩৩ জন আহত হন।
২০০২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এক ২০ বছর বয়সী আততায়ী হামলা চালান। ৬ থেকে ৭ বছর বয়সী ২০টি শিশু এবং ৬ জন প্রাপ্তবয়স্ক মানুষকে গুলি করে হত্যা করার পর তিনি আত্মহত্যা করেন।
টেক্সাসের সাম্প্রতিক ঘটনার পর আগ্নেয়াস্ত্র আইন নিয়ে প্রশ্ন উঠলেও স্থানীয়দের অনেকেই প্রচলিত আইনের পক্ষেই আছেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র আইন সবচেয়ে শিথিল, সেগুলোর মধ্যে টেক্সাস একটি। গভর্নর গ্রেগ অ্যাবটের আমলে এই আইন আরও শিথিল হয়েছে।
গত বছর টেক্সাস একটি আইন পাস করে। এই আইনে অঙ্গরাজ্যের বাসিন্দাদের অনুমোদন ছাড়াই গোপন হ্যান্ডগান বহন করার অনুমতি দেওয়া হয়। তবে অঙ্গরাজ্যটির বেশিরভাগ স্কুল বা কলেজে বন্দুক বহন করার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়।
টেক্সাসের আইনে হ্যান্ডগান কেনার দাপ্তরিক বয়স ন্যূনতম ২১, তবে ১৮ বছর বয়স হলেই রাইফেল কেনা যেতে পারে। এ ছাড়া পারিবারিক সহিংসতা বা ধাওয়া জাতীয় হুমকির মুখে থাকলে ১৮ থেকে ২১ বছর বয়সীরাও লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছ থেকে হ্যান্ডগান কেনার অনুরোধ করতে পারেন।
টেক্সাসের আইনে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রাঙ্গণে বন্দুক বহন নিষিদ্ধ করতে পারে। তবে টেক্সাসে সম্প্রতি চালু হওয়া আরেকটি আইনে সরকারি সংস্থাগুলোকে 'আগ্নেয়াস্ত্র শিল্পের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে' এমন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে নিষিদ্ধ করা হয়েছে।
গভর্নর অ্যাবট আরেকটি আইনেও সই করেছেন, যে আইনে স্থানীয় কর্মকর্তাদের নতুন, আরও নিষেধাজ্ঞামূলক, ফেডারেল বন্দুকবিধি প্রয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।