সৌদি আরবে হাজিদের নিরাপত্তায় নারী সেনা
অনলাইন ডেস্ক | ১ জুলাই, ২০২২ ১৯:০০
পবিত্র হজের সময় হাজিদের নিরাপত্তায় সৌদি আরবে পুরুষ সেনা সদস্যদের পাশাপাশি নারী সেনাদের একটি দলও থাকবে। মক্কা ও মদিনায় হজের সময় তাদের মোতায়েন করা হবে।
ঐতিহ্যবাহী রক্ষণশীল সমাজব্যবস্থা থেকে বেরিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ‘ভিশন ২০৩০’ নামের সংস্কার পরিকল্পনায় সৌদি সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের কথা জানিয়েছে সৌদি সরকার।
এরই অংশ হিসেবে এবারের পবিত্র হজে হাজিদের নিরাপত্তায় নারী সেনাদের একটি দল নিয়োগ দেয়া হয়েছে। তারা পবিত্র মক্কা ও মদিনায় হজ সংশ্লিষ্ট এলাকাগুলোতে অবস্থান করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরাও।
করোনা সংকট কাটিয়ে চলতি বছর দেশি-বিদেশি ১০ লাখ মুসল্লি নিয়ে এবছরের পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ৯ জুলাই সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১ জুলাই, ২০২২ ১৯:০০

পবিত্র হজের সময় হাজিদের নিরাপত্তায় সৌদি আরবে পুরুষ সেনা সদস্যদের পাশাপাশি নারী সেনাদের একটি দলও থাকবে। মক্কা ও মদিনায় হজের সময় তাদের মোতায়েন করা হবে।
ঐতিহ্যবাহী রক্ষণশীল সমাজব্যবস্থা থেকে বেরিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ‘ভিশন ২০৩০’ নামের সংস্কার পরিকল্পনায় সৌদি সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ নিশ্চিতের কথা জানিয়েছে সৌদি সরকার।
এরই অংশ হিসেবে এবারের পবিত্র হজে হাজিদের নিরাপত্তায় নারী সেনাদের একটি দল নিয়োগ দেয়া হয়েছে। তারা পবিত্র মক্কা ও মদিনায় হজ সংশ্লিষ্ট এলাকাগুলোতে অবস্থান করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরাও।
করোনা সংকট কাটিয়ে চলতি বছর দেশি-বিদেশি ১০ লাখ মুসল্লি নিয়ে এবছরের পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ৯ জুলাই সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।