ভারতে মিলল করোনার দ. আফ্রিকা ও ব্রাজিলীয় ধরন
অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৫
ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসের (কভিড-১৯) দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় ধরন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
চারজনের দেহে ভাইরাসের দক্ষিণ আফ্রিকান রূপের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একজনের দেহে মিলেছে ব্রাজিলীয় ধরন।
আইসিএমআর জানায়, দক্ষিণ আফ্রিকা, আঙ্গোলা এবং তানজানিয়া থেকে আসা যাত্রীদের মধ্যে চারজনের কভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই চারজনসহ আক্রান্ত সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আইসিএমআর মহাপরিচালক বলরাম ভার্গব স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন, তাদের অধীনস্থ সংস্থা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে করোনার দক্ষিণ আফ্রিকার ধরনে আক্রান্তের জিনের বৈশিষ্ট্য নিয়ে ইতোমধ্যেই বিশ্লেষণ করা হচ্ছে। অন্যদিকে, ব্রাজিলীয় প্রজাতির নমুনা নিয়ে কাজ চলছে পুনেতে।
আনন্দবাজার আরও জানিয়েছে, ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারেরও নিচে নেমেছে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টা দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি হয়েছে। একমাত্র কেরালা এবং মহারাষ্ট্র ছাড়া মোটামুটি প্রতি রাজ্যেই করোনার সংক্রমণে কার্যত নিয়ন্ত্রণে রয়েছে।
তবে করোনার দক্ষিণ আফ্রিকান এবং ব্রাজিলীয় ধরন ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
অন্যদিকে ভারতে এখন পর্যন্ত করোনার ব্রিটিশ ধরনে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮৭ জনে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৪৫

ভারতে প্রথমবারের মতো করোনাভাইরাসের (কভিড-১৯) দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলীয় ধরন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
চারজনের দেহে ভাইরাসের দক্ষিণ আফ্রিকান রূপের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একজনের দেহে মিলেছে ব্রাজিলীয় ধরন।
আইসিএমআর জানায়, দক্ষিণ আফ্রিকা, আঙ্গোলা এবং তানজানিয়া থেকে আসা যাত্রীদের মধ্যে চারজনের কভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই চারজনসহ আক্রান্ত সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আইসিএমআর মহাপরিচালক বলরাম ভার্গব স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন, তাদের অধীনস্থ সংস্থা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি-তে করোনার দক্ষিণ আফ্রিকার ধরনে আক্রান্তের জিনের বৈশিষ্ট্য নিয়ে ইতোমধ্যেই বিশ্লেষণ করা হচ্ছে। অন্যদিকে, ব্রাজিলীয় প্রজাতির নমুনা নিয়ে কাজ চলছে পুনেতে।
আনন্দবাজার আরও জানিয়েছে, ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে ১০ হাজারেরও নিচে নেমেছে।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টা দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের কাছাকাছি হয়েছে। একমাত্র কেরালা এবং মহারাষ্ট্র ছাড়া মোটামুটি প্রতি রাজ্যেই করোনার সংক্রমণে কার্যত নিয়ন্ত্রণে রয়েছে।
তবে করোনার দক্ষিণ আফ্রিকান এবং ব্রাজিলীয় ধরন ধরা পড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
অন্যদিকে ভারতে এখন পর্যন্ত করোনার ব্রিটিশ ধরনে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৮৭ জনে।