আমিরাতের মসজিদে জুমা শুরু
হাসিব রায়হান | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
করোনা মহামারীরোধে সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে জুমা আদায় স্থগিত ছিল। ফলে প্রায় দীর্ঘ ৮ মাস পর আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদগুলোতে নিয়মিত জুমা আদায় শুরু হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার নির্দেশনা দিয়ে জাতীয় সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (এনসিইএমএ) এর বিজ্ঞপ্তির বরাতে আল-আরাবিয়্যা এমনটা জানিয়েছে।
এর আগে করোনা মহামারী দেখা দিলে আমিরাতে গত মধ্য মার্চ থেকে মসজিদে নামাজ আদায় স্থগিত করে। এরপর গত ১ জুলাই থেকে মসজিদের নামাজ আদায়ে শিথিলতা আনা হয়। তবে এখন পর্যন্ত সেখানে মসজিদে জুমা আদায়ের স্থগিতাদেশ বহাল রয়েছে।
আমিরাতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিশেষ উদ্যোগে ধর্মীয় কর্মকা- সম্মিলিতভাবে আদায়ের অংশ হিসেবে আবার মসজিদে জুমার নামাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদমাধ্যমকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, আমিরাতের ফতোয়া কাউন্সিলের নির্দেশনা মতে মসজিদের আসা সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মানতে হবে। জুমার নামাজ শুরু হওয়ার আগে ও পরে মোট এক ঘণ্টা সময় মসজিদ খোলা থাকবে।
তাছাড়া সব মসজিদের ধারণক্ষমতার ৩০ ভাগ লোক জুমায় অংশ নেবে। মুসল্লিরা দুই মিটার দূরত্ব বজায় থাকতে হবে। মসজিদ ছাড়াও মসজিদপ্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে।
শেয়ার করুন
হাসিব রায়হান | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

করোনা মহামারীরোধে সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে জুমা আদায় স্থগিত ছিল। ফলে প্রায় দীর্ঘ ৮ মাস পর আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদগুলোতে নিয়মিত জুমা আদায় শুরু হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার নির্দেশনা দিয়ে জাতীয় সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (এনসিইএমএ) এর বিজ্ঞপ্তির বরাতে আল-আরাবিয়্যা এমনটা জানিয়েছে।
এর আগে করোনা মহামারী দেখা দিলে আমিরাতে গত মধ্য মার্চ থেকে মসজিদে নামাজ আদায় স্থগিত করে। এরপর গত ১ জুলাই থেকে মসজিদের নামাজ আদায়ে শিথিলতা আনা হয়। তবে এখন পর্যন্ত সেখানে মসজিদে জুমা আদায়ের স্থগিতাদেশ বহাল রয়েছে।
আমিরাতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিশেষ উদ্যোগে ধর্মীয় কর্মকা- সম্মিলিতভাবে আদায়ের অংশ হিসেবে আবার মসজিদে জুমার নামাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদমাধ্যমকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, আমিরাতের ফতোয়া কাউন্সিলের নির্দেশনা মতে মসজিদের আসা সবাইকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মানতে হবে। জুমার নামাজ শুরু হওয়ার আগে ও পরে মোট এক ঘণ্টা সময় মসজিদ খোলা থাকবে।
তাছাড়া সব মসজিদের ধারণক্ষমতার ৩০ ভাগ লোক জুমায় অংশ নেবে। মুসল্লিরা দুই মিটার দূরত্ব বজায় থাকতে হবে। মসজিদ ছাড়াও মসজিদপ্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে।