কোরআনের শিক্ষা
মাওলানা মুস্তাকিম বিল্লাহ | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ন্যায় : ইরশাদ হয়েছে, ‘ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো।’ সুরা আন নিসা : ১৩৫
অঙ্গীকার : ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা অঙ্গীকার পূর্ণ করো।’ সুরা মায়িদা : ১ সৎকাজে পরস্পরকে সহযোগিতা: ইরশাদ হয়েছে, ‘সৎকাজ ও খোদাভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো।’ সুরা মায়িদা: ২
সীমালঙ্ঘন : ইরশাদ হয়েছে, ‘আর তোমরা পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না।’ সুরা মায়িদা : ২
সত্যের অনুগামিতা : ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদানের ক্ষেত্রে সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে।’ সুরা মায়িদা : ৮
অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি : ইরশাদ হয়েছে, ‘পুরুষ চোর ও নারী চোর, তাদের হাত কেটে দাও। এটা তাদের
কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড।’ সুরা মায়িদা : ৩৮
পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় : ইরশাদ হয়েছে, ‘তাদের অনেকেই তুমি দেখবে পাপে, সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর। তারা যা করে নিশ্চয় তা
নিকৃষ্ট।’ সুরা মায়িদা : ৬২
মাদকদ্রব্য বর্জন : ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! নিশ্চয় মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো।’ সুরা মায়িদা : ৯০
ভ্রমণ : ইরশাদ হয়েছে, ‘বলুন! তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম কী হয়েছিল!’ সুরা আনআম : ১১
সত্যের মানদণ্ড : ইরশাদ হয়েছে, ‘যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথামতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমানভিত্তিক কথা বলে।’ সুরা আনআম : ১১৬
সঠিক ওজনে লেনদেন : ইরশাদ হয়েছে, ‘তোমরা ন্যায্য পরিমাপ ও ওজন পূর্ণ করবে।’ সুরা আনআম : ১৫২
অহংকারে পতন : ইরশাদ হয়েছে, ‘তুমি এই স্থান থেকে নেমে যাও। এখানে থেকে তুমি অহংকার করবে, তা গ্রহণযোগ্য নয়। সুতরাং তুমি বের হয়ে যাও। নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত।’ সুরা আরাফ : ১৩
গ্রন্থনা : মাওলানা মুস্তাকিম বিল্লাহ
শেয়ার করুন
মাওলানা মুস্তাকিম বিল্লাহ | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ন্যায় : ইরশাদ হয়েছে, ‘ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো।’ সুরা আন নিসা : ১৩৫
অঙ্গীকার : ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা অঙ্গীকার পূর্ণ করো।’ সুরা মায়িদা : ১ সৎকাজে পরস্পরকে সহযোগিতা: ইরশাদ হয়েছে, ‘সৎকাজ ও খোদাভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো।’ সুরা মায়িদা: ২
সীমালঙ্ঘন : ইরশাদ হয়েছে, ‘আর তোমরা পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না।’ সুরা মায়িদা : ২
সত্যের অনুগামিতা : ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্যদানের ক্ষেত্রে সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে।’ সুরা মায়িদা : ৮
অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি : ইরশাদ হয়েছে, ‘পুরুষ চোর ও নারী চোর, তাদের হাত কেটে দাও। এটা তাদের
কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক দণ্ড।’ সুরা মায়িদা : ৩৮
পাপ ও অবৈধ জিনিসের পেছনে শ্রম ব্যয় : ইরশাদ হয়েছে, ‘তাদের অনেকেই তুমি দেখবে পাপে, সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর। তারা যা করে নিশ্চয় তা
নিকৃষ্ট।’ সুরা মায়িদা : ৬২
মাদকদ্রব্য বর্জন : ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! নিশ্চয় মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো।’ সুরা মায়িদা : ৯০
ভ্রমণ : ইরশাদ হয়েছে, ‘বলুন! তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে অস্বীকার করে তাদের পরিণাম কী হয়েছিল!’ সুরা আনআম : ১১
সত্যের মানদণ্ড : ইরশাদ হয়েছে, ‘যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের কথামতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু অনুমানভিত্তিক কথা বলে।’ সুরা আনআম : ১১৬
সঠিক ওজনে লেনদেন : ইরশাদ হয়েছে, ‘তোমরা ন্যায্য পরিমাপ ও ওজন পূর্ণ করবে।’ সুরা আনআম : ১৫২
অহংকারে পতন : ইরশাদ হয়েছে, ‘তুমি এই স্থান থেকে নেমে যাও। এখানে থেকে তুমি অহংকার করবে, তা গ্রহণযোগ্য নয়। সুতরাং তুমি বের হয়ে যাও। নিশ্চয় তুমি অধমদের অন্তর্ভুক্ত।’ সুরা আরাফ : ১৩
গ্রন্থনা : মাওলানা মুস্তাকিম বিল্লাহ