আমল
চার কাজ কখনো ত্যাগ না করা
এক. কখনো সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার প্রতি শোকরিয়া আদায় তথা
কৃতজ্ঞতা প্রকাশ থেকে নিজেকে বিরত রাখবেন না। তাহলে তিনি আর বাড়িয়ে দেবেন না। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা শোকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দেবে।’ সুরা ইবরাহিম : ৬
দুই. কখনো দয়াময় আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না। কোরআন মজিদে ইরশাদ হয়েছে, ‘আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবে।’ -সুরা আল বাকারা : ১৫২
তিন. কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে তিনি বিপদে আর আপনার ডাকে সাড়া দেবেন না। আল্লাহ বলেন, ‘আমার কাছে দোয়া করো, আমি সাড়া দেবে।’ সুরা আল গাফির : ৬০
চার. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে তিনি আর মুক্তি দেবেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আজাব দেন না অর্থাৎ মুক্তি দেন।’ সুরা আনফাল : ৩৩
গ্রন্থনা : আবদুল হক
শেয়ার করুন

চার কাজ কখনো ত্যাগ না করা
এক. কখনো সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার প্রতি শোকরিয়া আদায় তথা
কৃতজ্ঞতা প্রকাশ থেকে নিজেকে বিরত রাখবেন না। তাহলে তিনি আর বাড়িয়ে দেবেন না। ইরশাদ হয়েছে, ‘যদি তোমরা শোকরিয়া আদায় করো; তাহলে বাড়িয়ে দেবে।’ সুরা ইবরাহিম : ৬
দুই. কখনো দয়াময় আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না; তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না। কোরআন মজিদে ইরশাদ হয়েছে, ‘আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করবে।’ -সুরা আল বাকারা : ১৫২
তিন. কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে তিনি বিপদে আর আপনার ডাকে সাড়া দেবেন না। আল্লাহ বলেন, ‘আমার কাছে দোয়া করো, আমি সাড়া দেবে।’ সুরা আল গাফির : ৬০
চার. কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না, তাহলে তিনি আর মুক্তি দেবেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আজাব দেন না অর্থাৎ মুক্তি দেন।’ সুরা আনফাল : ৩৩
গ্রন্থনা : আবদুল হক