হজ কর্নার
| ২৩ জুন, ২০২২ ০০:০০
মক্কায় প্রবেশে বিধি-নিষেধ
প্রতিবারের মতো চলতি বছর হজের প্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি কর্র্তৃপক্ষ। এখন থেকে মক্কায় প্রবেশে আগ্রহীদের কর্র্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর। এ সংক্রান্ত জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের মক্কায় প্রবেশের ক্ষেত্রে এ স্থানে কাজের সত্যায়নকারী সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। কিংবা মক্কা থেকে ইস্যু করা রেসিডেন্সি পারমিট (ইকামা) বা ওমরাহ পারমিটের নথিপত্র থাকা জরুরি। এ নির্দেশনা অনুসারে প্রবাসীদের মধ্যে যাদের অনুমোদন থাকবে শুধুমাত্র তারাই মক্কায় প্রবেশ করতে পারবেন। এমনকি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হবে।
হজের সময় বেশ কয়েক বছর ধরে এমন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মক্কার বৈধ বাসিন্দাদের নিরাপদ প্রবেশের ব্যবস্থার পাশাপাশি যাদের অনুমোদন নেই কিংবা ছুটি নিয়ে মক্কায় কাজের উদ্দেশ্যে যেতে চান, অথবা মক্কায় আত্মীয়-স্বজন বন্ধুদের সঙ্গে থাকতে চান এবং পবিত্র প্রয়োজনীয় অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা করেন তাদের চলাচল বন্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়।
হাজিদের সুবিধায় বিশেষ অ্যাপ
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় চলতি হজ মৌসুমের জন্য ‘দ্য স্মার্ট পিলগ্রিম’ অ্যাপ উদ্বোধন করেছে। হজের পরিসেবা আরও প্রযুক্তি নির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটির মাধ্যমে হজযাত্রীরা তাদের পরিসেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যেকোনো বিশৃঙ্খলার ব্যাপারে মন্ত্রণালয়কে অবগত করতে পারবেন। মন্ত্রণালয় কোনো প্রকার জটিলতা ও দীর্ঘসূত্রিতা ছাড়াই উদ্ভূত সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে পারবে।
এমনিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কল সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকে। যেখানে হজযাত্রীরা অনুসন্ধান, অভিযোগ ও পরামর্শের কথা জানাতে পারেন। এখন আরও উন্নত সেবার জন্য হজযাত্রীরা স্মার্টফোনে দ্য স্মার্ট পিলগ্রিম অ্যাপ ডাউনলোড করে বহুমুখী সেবা নিতে পারবেন। এই অ্যাপের বিশেষত্ব হলো অভিযোগ জানানোর পর যদি যথাসময়ে সমাধান না হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রণালয়ের ‘অপারেশন সেন্টারে’ যাবে এবং দায়িত্বশীল একটি দল তা সমাধানের উদ্যোগ নেবে।
শেয়ার করুন
| ২৩ জুন, ২০২২ ০০:০০

মক্কায় প্রবেশে বিধি-নিষেধ
প্রতিবারের মতো চলতি বছর হজের প্রস্তুতি হিসেবে মক্কায় প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি কর্র্তৃপক্ষ। এখন থেকে মক্কায় প্রবেশে আগ্রহীদের কর্র্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর। এ সংক্রান্ত জারি করা নির্দেশনায় বলা হয়েছে, প্রবাসীদের মক্কায় প্রবেশের ক্ষেত্রে এ স্থানে কাজের সত্যায়নকারী সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। কিংবা মক্কা থেকে ইস্যু করা রেসিডেন্সি পারমিট (ইকামা) বা ওমরাহ পারমিটের নথিপত্র থাকা জরুরি। এ নির্দেশনা অনুসারে প্রবাসীদের মধ্যে যাদের অনুমোদন থাকবে শুধুমাত্র তারাই মক্কায় প্রবেশ করতে পারবেন। এমনকি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হবে।
হজের সময় বেশ কয়েক বছর ধরে এমন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে মক্কার বৈধ বাসিন্দাদের নিরাপদ প্রবেশের ব্যবস্থার পাশাপাশি যাদের অনুমোদন নেই কিংবা ছুটি নিয়ে মক্কায় কাজের উদ্দেশ্যে যেতে চান, অথবা মক্কায় আত্মীয়-স্বজন বন্ধুদের সঙ্গে থাকতে চান এবং পবিত্র প্রয়োজনীয় অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা করেন তাদের চলাচল বন্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়।
হাজিদের সুবিধায় বিশেষ অ্যাপ
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় চলতি হজ মৌসুমের জন্য ‘দ্য স্মার্ট পিলগ্রিম’ অ্যাপ উদ্বোধন করেছে। হজের পরিসেবা আরও প্রযুক্তি নির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটির মাধ্যমে হজযাত্রীরা তাদের পরিসেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং যেকোনো বিশৃঙ্খলার ব্যাপারে মন্ত্রণালয়কে অবগত করতে পারবেন। মন্ত্রণালয় কোনো প্রকার জটিলতা ও দীর্ঘসূত্রিতা ছাড়াই উদ্ভূত সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে পারবে।
এমনিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কল সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকে। যেখানে হজযাত্রীরা অনুসন্ধান, অভিযোগ ও পরামর্শের কথা জানাতে পারেন। এখন আরও উন্নত সেবার জন্য হজযাত্রীরা স্মার্টফোনে দ্য স্মার্ট পিলগ্রিম অ্যাপ ডাউনলোড করে বহুমুখী সেবা নিতে পারবেন। এই অ্যাপের বিশেষত্ব হলো অভিযোগ জানানোর পর যদি যথাসময়ে সমাধান না হয়, তবে তা স্বয়ংক্রিয়ভাবে মন্ত্রণালয়ের ‘অপারেশন সেন্টারে’ যাবে এবং দায়িত্বশীল একটি দল তা সমাধানের উদ্যোগ নেবে।