মার্কিন রাষ্ট্রদূত বললেন দলকে নয়, সমর্থন গণতান্ত্রিক প্রক্রিয়ায়
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
কোনো দল ও প্রার্থীকে নয়, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। নির্বাচনে কোনো দলকে নয়, আমরা সমর্থন করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে।
গতকাল মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র স্বল্প ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক পাঠাবে। দূতাবাস সারাদেশে নির্বাচন পর্যবেক্ষকও নিয়োগ করবে। তিনি বলেন, সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নিতে পারে, সবাই যেন নির্বাচনী প্রচারণা ও সভা সমাবেশের সুযোগ পায় সে বিষয়ে নজর রাখতে হবে।
সিইসির সঙ্গে বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে রবার্ট মিলার বলেন, ‘আসছে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য এসেছিলাম। আমরা বলেছি, সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নেওয়ার এবং রাজনীতি করার সুযোগ পায়। তারা যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাতে এবং র্যালি করার সুযোগ পায় সে বিষয়ে
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

কোনো দল ও প্রার্থীকে নয়, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। নির্বাচনে কোনো দলকে নয়, আমরা সমর্থন করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে।
গতকাল মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র স্বল্প ও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক পাঠাবে। দূতাবাস সারাদেশে নির্বাচন পর্যবেক্ষকও নিয়োগ করবে। তিনি বলেন, সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নিতে পারে, সবাই যেন নির্বাচনী প্রচারণা ও সভা সমাবেশের সুযোগ পায় সে বিষয়ে নজর রাখতে হবে।
সিইসির সঙ্গে বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে রবার্ট মিলার বলেন, ‘আসছে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য এসেছিলাম। আমরা বলেছি, সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নেওয়ার এবং রাজনীতি করার সুযোগ পায়। তারা যেন শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচার চালাতে এবং র্যালি করার সুযোগ পায় সে বিষয়ে