ঐক্যফ্রন্ট ও বিএনপির নির্বাচনী প্রচার শুরু আজ
| ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ বুধবার নির্বাচনী প্রচারে নামছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান সিলেট যাবেন। পরে তারা হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে বেশকিছু উপকমিটি করেছে বিএনপি। সেগুলো হলোÑ নির্বাচন কমিশন সমন্বয়, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, নির্বাচন পর্যবেক্ষক, মিডিয়া, অর্থ ও প্রচার ইত্যাদি।
১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করত বিএনপি। এবার তিনি কারাগারে থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেট থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করবে দলটি।
শেয়ার করুন
| ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ বুধবার নির্বাচনী প্রচারে নামছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, আজ দুপুর ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান সিলেট যাবেন। পরে তারা হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে বেশকিছু উপকমিটি করেছে বিএনপি। সেগুলো হলোÑ নির্বাচন কমিশন সমন্বয়, পোলিং এজেন্ট প্রশিক্ষণ, নির্বাচন পর্যবেক্ষক, মিডিয়া, অর্থ ও প্রচার ইত্যাদি।
১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটে মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করত বিএনপি। এবার তিনি কারাগারে থাকায় ড. কামাল হোসেনের নেতৃত্বে সিলেট থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করবে দলটি।