জামায়াতকে ধানের শীষ দেওয়ায় বিএনপির সমালোচনা
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিক জামায়াতে ইসলামীর প্রার্থীদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দেওয়ায় বিএনপির সমালোচনা করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সংগঠনগুলো এমন অভিযোগ করে।
‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির প্রধান সমন্বয়ক মেহেদী হাসান। তিনি বিএনপি ও জামায়াতকে মুদ্রার এপিঠ-ওপিঠ মন্তব্য করে লিখিত বক্তব্যে বলেন, বিএনপি একাত্তরের পরাজিত শক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারকার্য বন্ধের ষড়যন্ত্র করছে।
মেহেদী হাসান আরো বলেন, স্বাধীন দেশে তারা জামায়াতের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা দেখতে চান না। সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রচারণায় ১৬ ডিসেম্বর থেকে তারা সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, প্রজন্ম ৭১, আমরা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট শরিক জামায়াতে ইসলামীর প্রার্থীদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দেওয়ায় বিএনপির সমালোচনা করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের সংগঠনগুলো এমন অভিযোগ করে।
‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির প্রধান সমন্বয়ক মেহেদী হাসান। তিনি বিএনপি ও জামায়াতকে মুদ্রার এপিঠ-ওপিঠ মন্তব্য করে লিখিত বক্তব্যে বলেন, বিএনপি একাত্তরের পরাজিত শক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারকার্য বন্ধের ষড়যন্ত্র করছে।
মেহেদী হাসান আরো বলেন, স্বাধীন দেশে তারা জামায়াতের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা দেখতে চান না। সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রচারণায় ১৬ ডিসেম্বর থেকে তারা সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, প্রজন্ম ৭১, আমরা