বিএনপি নেতা বাবুল আটক
নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে রাজধানীর মহাখালী থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। পরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবির উপকমিশনার মশিউর রহমান বলেন, বাবুলের বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজন মামলা আছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ছাত্রদলের সাবেক নেতা এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অত্যন্ত পরিশ্রমী ও সৎ রাজনৈতিক কর্মী শহীদুল ইসলাম বাবুলকে কোনো কারণ ছাড়াই আটক করা হয়েছে। সরকার নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এমনটা করছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে রাজধানীর মহাখালী থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। পরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ডিবির উপকমিশনার মশিউর রহমান বলেন, বাবুলের বিরুদ্ধে অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে প্রায় এক ডজন মামলা আছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ছাত্রদলের সাবেক নেতা এবং বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অত্যন্ত পরিশ্রমী ও সৎ রাজনৈতিক কর্মী শহীদুল ইসলাম বাবুলকে কোনো কারণ ছাড়াই আটক করা হয়েছে। সরকার নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এমনটা করছে।
শেয়ার করুন