আইনমন্ত্রী বললেন
শুধু ক্ষমতা চায় বিএনপি জামায়াত
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিএনপি-জামায়াত নির্বাচন ভয় পায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) শুধু ক্ষমতা চায়। জনগণ তাদের আসল চেহারা চিনেছে, তাদের প্রত্যাখান করেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের’ আইনজীবীদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সংবাদ সন্মেলনের আয়োজন করে। কমিটির সভাপতি শাহরিয়ার কবির ছাড়াও এতে বক্তব্য রাখেন, সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জল হোসেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি নিজামুল হক নাসিম প্রমুখ।
আনিসুল হক বলেন, তারা কুক্ষাত যুদ্ধাপরাধী আবদুল আলিমকে মন্ত্রী বানিয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছিল।
নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ড. কামাল হোসেনের আসল রূপ বেরিয়ে এসেছে। তিনি ১৯৭১ সালে পাকিস্তানে ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা তখন তিনি ইংল্যান্ডে ছিলেন। তিনি কখনও দেশের জন্য কোনো কাজ করেননি।
আনিসুল হক বলেন, বিএনপি জামায়াত ২০১৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অগ্নিসন্ত্রাস করে শতাধিক মানুষকে পুড়িয়ে মারে। ৫ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে। মূলত এটি ছিলো দেশের পক্ষে তাদের দ্বিতীয় যুদ্ধ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিএনপি-জামায়াত নির্বাচন ভয় পায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) শুধু ক্ষমতা চায়। জনগণ তাদের আসল চেহারা চিনেছে, তাদের প্রত্যাখান করেছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের’ আইনজীবীদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সংবাদ সন্মেলনের আয়োজন করে। কমিটির সভাপতি শাহরিয়ার কবির ছাড়াও এতে বক্তব্য রাখেন, সাবেক প্রধান বিচারপতি তোফাজ্জল হোসেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি নিজামুল হক নাসিম প্রমুখ।
আনিসুল হক বলেন, তারা কুক্ষাত যুদ্ধাপরাধী আবদুল আলিমকে মন্ত্রী বানিয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছিল।
নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ড. কামাল হোসেনের আসল রূপ বেরিয়ে এসেছে। তিনি ১৯৭১ সালে পাকিস্তানে ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা তখন তিনি ইংল্যান্ডে ছিলেন। তিনি কখনও দেশের জন্য কোনো কাজ করেননি।
আনিসুল হক বলেন, বিএনপি জামায়াত ২০১৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অগ্নিসন্ত্রাস করে শতাধিক মানুষকে পুড়িয়ে মারে। ৫ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করে। মূলত এটি ছিলো দেশের পক্ষে তাদের দ্বিতীয় যুদ্ধ।