কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সাবেক মন্ত্রীসহ আহত ৫
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফাসহ আরও চারজন আহত হয়েছেন। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকাÑচট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তাকে বহনকারী প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে সেটা রাস্তার পাশে উল্টে গেলে গোলাম মোস্তাফাসহ গাড়িতে থাকা আরও চারজন আহত হন। আহত অন্যরা হলেন তার ব্যক্তিগত সহকারি আকতার হোসেন, সফরসঙ্গী ফারুক আহমেদ, জীবন এবং তার গাড়ি চালক। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে ধোপখোলা আজগর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা কুমিল্লাÑ৪ (দেবিদ্বার) আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা এবং দেবিদ্বার আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফিরছিলেন তিনি। তাকে বহনকারী গাড়ির চাকা পাংচার হলে সেটা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
শেয়ার করুন
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফাসহ আরও চারজন আহত হয়েছেন। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকাÑচট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গোমতা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তাকে বহনকারী প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে সেটা রাস্তার পাশে উল্টে গেলে গোলাম মোস্তাফাসহ গাড়িতে থাকা আরও চারজন আহত হন। আহত অন্যরা হলেন তার ব্যক্তিগত সহকারি আকতার হোসেন, সফরসঙ্গী ফারুক আহমেদ, জীবন এবং তার গাড়ি চালক। আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে ধোপখোলা আজগর আলী প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা কুমিল্লাÑ৪ (দেবিদ্বার) আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহসভাপতি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা এবং দেবিদ্বার আসন থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এর নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফিরছিলেন তিনি। তাকে বহনকারী গাড়ির চাকা পাংচার হলে সেটা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।