নেবুলাইজার মেশিন, খেলনায় স্বর্ণ
চট্টগ্রাম ব্যুরো | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে রোগীদের জন্য ব্যবহৃত নেবুলাইলজার মেশিন, সালাদ কাটার মোটর এবং খেলনার ভেতরে স্বর্ণ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার জব্দ করা ২ কিলোগ্রাম ও ১২০ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
বিমানবন্দর শাখার সহকারী কাস্টম কমিশনার মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, গত ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম আসেন হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার (পাসপোর্ট নম্বর ইজ০০১১২৮২)। তার দুইটি ব্যাগ না আসায় তিনি সেগুলো ছাড়াই ওইদিন বিমানবন্দরের কাস্টমস হল ত্যাগ করেন। মঙ্গলবার তিনি ওই ব্যাগেজ দুইটি নিয়ে কাস্টম হল ত্যাগ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই যাত্রী প্রথমে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর কাস্টম কর্মকর্তারা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগেজে রাখা নেবুলাইজার মেশিন, সালাদ কাটিং মেশিনের মোটর খুলে ১ কেজি ৭৭৫ গ্রাম সিলভার প্রলেপযুক্ত বর্গাকৃতির স্বর্ণপাত এবং খেলনার ভেতর থেকে ৩৪৫ গ্রাম সিলভার প্রলেপযুক্ত স্বর্ণপাত উদ্ধার করেন। ওই যাত্রীকে আটক ও তার মালামাল জব্দ করে থানায় মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান মাহবুবুর রহমান।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে রোগীদের জন্য ব্যবহৃত নেবুলাইলজার মেশিন, সালাদ কাটার মোটর এবং খেলনার ভেতরে স্বর্ণ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার জব্দ করা ২ কিলোগ্রাম ও ১২০ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
বিমানবন্দর শাখার সহকারী কাস্টম কমিশনার মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, গত ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম আসেন হাফেজ মোহাম্মদ খায়রুল বাশার (পাসপোর্ট নম্বর ইজ০০১১২৮২)। তার দুইটি ব্যাগ না আসায় তিনি সেগুলো ছাড়াই ওইদিন বিমানবন্দরের কাস্টমস হল ত্যাগ করেন। মঙ্গলবার তিনি ওই ব্যাগেজ দুইটি নিয়ে কাস্টম হল ত্যাগ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই যাত্রী প্রথমে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। এরপর কাস্টম কর্মকর্তারা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর ব্যাগেজে রাখা নেবুলাইজার মেশিন, সালাদ কাটিং মেশিনের মোটর খুলে ১ কেজি ৭৭৫ গ্রাম সিলভার প্রলেপযুক্ত বর্গাকৃতির স্বর্ণপাত এবং খেলনার ভেতর থেকে ৩৪৫ গ্রাম সিলভার প্রলেপযুক্ত স্বর্ণপাত উদ্ধার করেন। ওই যাত্রীকে আটক ও তার মালামাল জব্দ করে থানায় মামলাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান মাহবুবুর রহমান।