আদালতের পরীক্ষায় হাইটেক নকল
রূপান্তর ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
দক্ষিণ কলকাতায় জেলা আদালতের গ্রুপ-ডি পদের নিয়োগ পরীক্ষায় হাইটেক প্রযুক্তির সাহায্যে নকল করায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। গত রোববার বেহালা, পর্ণশ্রী, নেতাজি নগর, বালিগঞ্জ, ভবানীপুর, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবর থানা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের সবার কাছে ব্লুটুথ ডিভাইস ও ছোট মোবাইল পাওয়া যায়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা পুলিশকে জানায়, তাদের মধ্যে একজন প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় বাইরে। সেই প্রশ্নের উত্তর আসে বাইরে থেকে। তদন্তে জানা যায়, এ ঘটনার পেছনে সংগঠিত চক্রের হাত রয়েছে। টাকার বিনিময়ে পেশাদারদের মতোই বাইরে থেকে তারা মোবাইলে উত্তর পাঠিয়ে দেয়।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

দক্ষিণ কলকাতায় জেলা আদালতের গ্রুপ-ডি পদের নিয়োগ পরীক্ষায় হাইটেক প্রযুক্তির সাহায্যে নকল করায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। গত রোববার বেহালা, পর্ণশ্রী, নেতাজি নগর, বালিগঞ্জ, ভবানীপুর, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবর থানা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ওই পরীক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের সবার কাছে ব্লুটুথ ডিভাইস ও ছোট মোবাইল পাওয়া যায়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা পুলিশকে জানায়, তাদের মধ্যে একজন প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় বাইরে। সেই প্রশ্নের উত্তর আসে বাইরে থেকে। তদন্তে জানা যায়, এ ঘটনার পেছনে সংগঠিত চক্রের হাত রয়েছে। টাকার বিনিময়ে পেশাদারদের মতোই বাইরে থেকে তারা মোবাইলে উত্তর পাঠিয়ে দেয়।
শেয়ার করুন