জাসদের ইশতেহার ঘোষণা
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়াসহ ৩৮ দফা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল বুধবার দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা ও পুলিশ কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়।ইশতেহারের ৩৬ দফায় জাতীয় নিরাপত্তা শিরোনামের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করে বলা হয়, সমন্বিত জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা হবে এবং ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, যারা দেশবিরোধী, জঙ্গি, সন্ত্রাসী ও ডাকাত তাদের এ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া হবে। ইশতেহার ঘোষণার শুরুতে জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে তিনি বলেন, ঐক্যফ্রন্ট ও ২০ দল নানা অসিলা তৈরি করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
ইশতেহারে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা তথা ১৯৭২ সালের সংবিধানের মূল রাষ্ট্রীয় চার নীতি অনুসরণ করা হবে। মানবাধিকারবিরোধী সব কালাকানুন বাতিল করা হবে। মুক্তিযোদ্ধাদের জাতীয় বীরের মর্যাদাসহ রাষ্ট্রীয়, সামাজিক ও আর্থিক মর্যাদা সুনিশ্চিত করবে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নিয়ে কঠোর অবস্থান গ্রহণে সোচ্চার ভূমিকা রাখবে। জঙ্গিবাদ ও জঙ্গিবাদী সব নেটওয়ার্ক ধ্বংস করে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবাদবিরোধী রাজনৈতিক ও প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা হবে। যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখার জন্য সোচ্চার থাকবে দলটি। পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সোচ্চার থাকবে। ই-গভর্নেন্স ও ই-পরিষেবা সম্প্রসারিত করতে অব্যাহত ভূমিকা রাখবে। সংসদের প্রথম অধিবেশনেই সংসদীয় সব কমিটি গঠন এবং সংসদীয় কমিটির প্রকাশ্য গণশুনানির ব্যবস্থা চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সব বাহিনীকে সংবিধান ও আইন অনুযায়ী পরিচালনা করানো হবে এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। গঠন করা হবে পুলিশ কমিশন। পাঠ্যপুস্তকে বাঙালি জাতীয় সংস্কৃতিবিরোধী সব উপাদান দূর করা হবে। সরকারি চাকরিপ্রার্থীদের বয়সসীমা ৩৫ বছর করা হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়াসহ ৩৮ দফা প্রতিশ্রুতির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গতকাল বুধবার দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করেন দলটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা ও পুলিশ কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়।ইশতেহারের ৩৬ দফায় জাতীয় নিরাপত্তা শিরোনামের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বিষয়টি উল্লেখ করে বলা হয়, সমন্বিত জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা হবে এবং ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইনু বলেন, যারা দেশবিরোধী, জঙ্গি, সন্ত্রাসী ও ডাকাত তাদের এ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া হবে। ইশতেহার ঘোষণার শুরুতে জাতীয় ঐক্যফ্রন্টের সমালোচনা করে তিনি বলেন, ঐক্যফ্রন্ট ও ২০ দল নানা অসিলা তৈরি করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
ইশতেহারে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা তথা ১৯৭২ সালের সংবিধানের মূল রাষ্ট্রীয় চার নীতি অনুসরণ করা হবে। মানবাধিকারবিরোধী সব কালাকানুন বাতিল করা হবে। মুক্তিযোদ্ধাদের জাতীয় বীরের মর্যাদাসহ রাষ্ট্রীয়, সামাজিক ও আর্থিক মর্যাদা সুনিশ্চিত করবে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হবে। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নিয়ে কঠোর অবস্থান গ্রহণে সোচ্চার ভূমিকা রাখবে। জঙ্গিবাদ ও জঙ্গিবাদী সব নেটওয়ার্ক ধ্বংস করে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবাদবিরোধী রাজনৈতিক ও প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা হবে। যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখার জন্য সোচ্চার থাকবে দলটি। পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সোচ্চার থাকবে। ই-গভর্নেন্স ও ই-পরিষেবা সম্প্রসারিত করতে অব্যাহত ভূমিকা রাখবে। সংসদের প্রথম অধিবেশনেই সংসদীয় সব কমিটি গঠন এবং সংসদীয় কমিটির প্রকাশ্য গণশুনানির ব্যবস্থা চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সব বাহিনীকে সংবিধান ও আইন অনুযায়ী পরিচালনা করানো হবে এবং তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। গঠন করা হবে পুলিশ কমিশন। পাঠ্যপুস্তকে বাঙালি জাতীয় সংস্কৃতিবিরোধী সব উপাদান দূর করা হবে। সরকারি চাকরিপ্রার্থীদের বয়সসীমা ৩৫ বছর করা হবে।