দেশ রূপান্তরকে লতিফ সিদ্দিকী
ইলেকশন হবে ভোট হবে না
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পুলিশের হয়রানির কারণে নির্বাচনের দিন মানুষ ভোটকেন্দ্রে যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল লতিফ সিদ্দিকী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরের কাছে এ আশঙ্কা ব্যক্ত করেন।
তিনি বলেন, পুলিশ যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে তাতে ইলেকশন হবে, কিন্তু ভোট হবে না। সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। আমার লোকজনের ওপর পুলিশ প্রতিনিয়ত হামলা করছে। যত হামলা-নির্যাতন করুক আমি নির্বাচন থেকে সরব না।
নির্বাচনী প্রচারে হামলার প্রতিবাদে রিটার্নিং কার্যালয়ের সামনে তিন দিনের অবস্থানসহ দুদিনের অনশনে অসুস্থ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়।
গত রোববার দুপুরে লতিফ সিদ্দিকীর নির্বাচনী এলাকা কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় তার কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়। হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য মহাজোটের প্রার্থী হাছান ইমামের কর্মী-সমর্থকদের দায়ী করে তিন দফা দাবিতে সেদিনই জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে অবস্থান নেন লতিফ। ২৪ ঘণ্টা পরও প্রশাসন তার দাবি না মানায় সোমবার তিনি আমরণ অনশনের ঘোষণা দেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

পুলিশের হয়রানির কারণে নির্বাচনের দিন মানুষ ভোটকেন্দ্রে যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল লতিফ সিদ্দিকী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরের কাছে এ আশঙ্কা ব্যক্ত করেন।
তিনি বলেন, পুলিশ যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে তাতে ইলেকশন হবে, কিন্তু ভোট হবে না। সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। আমার লোকজনের ওপর পুলিশ প্রতিনিয়ত হামলা করছে। যত হামলা-নির্যাতন করুক আমি নির্বাচন থেকে সরব না।
নির্বাচনী প্রচারে হামলার প্রতিবাদে রিটার্নিং কার্যালয়ের সামনে তিন দিনের অবস্থানসহ দুদিনের অনশনে অসুস্থ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীকে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়।
গত রোববার দুপুরে লতিফ সিদ্দিকীর নির্বাচনী এলাকা কালিহাতীর গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় তার কর্মী-সমর্থকদের ওপর হামলা করা হয়। হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য মহাজোটের প্রার্থী হাছান ইমামের কর্মী-সমর্থকদের দায়ী করে তিন দফা দাবিতে সেদিনই জেলা রিটার্নিং কার্যালয়ের সামনে অবস্থান নেন লতিফ। ২৪ ঘণ্টা পরও প্রশাসন তার দাবি না মানায় সোমবার তিনি আমরণ অনশনের ঘোষণা দেন।