ইভিএমের ৬ আসনে স্মার্টকার্ড বিতরণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এ আসনগুলোতে ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে স্মার্টকার্ড বিতরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠি ছয়টি নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ছয় আসনে কোনো ভোটারের আঙুলের ছাপ পাওয়া না যাওয়ার ঝামেলা এড়ানো যাবে স্মার্টকার্ড ব্যবহারে। তাই আসনগুলোতে স্মার্টকার্ড সর্বোচ্চসংখ্যক ভোটারের হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। চিঠিতে আরো বলা হয়, উপজেলা বা থানা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থান থেকে ভোটারের আইরিশ ও টেন ফিঙ্গার নিয়ে একটি স্লিপ দিতে হবে। এ স্লিপের মাধ্যমে ভোটারদের স্মার্টকার্ড দিতে হবে। এসব তথ্য ভোটারদের জানাতে প্রচারের ব্যবস্থা করতে হবে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, খুলনা-২, রংপুর-৩ ও সাতক্ষীরা-২ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। এ আসনগুলোতে ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে স্মার্টকার্ড বিতরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপপরিচালক মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠি ছয়টি নির্বাচনী আসনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ছয় আসনে কোনো ভোটারের আঙুলের ছাপ পাওয়া না যাওয়ার ঝামেলা এড়ানো যাবে স্মার্টকার্ড ব্যবহারে। তাই আসনগুলোতে স্মার্টকার্ড সর্বোচ্চসংখ্যক ভোটারের হাতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। চিঠিতে আরো বলা হয়, উপজেলা বা থানা নির্বাচন অফিসের নির্দিষ্ট স্থান থেকে ভোটারের আইরিশ ও টেন ফিঙ্গার নিয়ে একটি স্লিপ দিতে হবে। এ স্লিপের মাধ্যমে ভোটারদের স্মার্টকার্ড দিতে হবে। এসব তথ্য ভোটারদের জানাতে প্রচারের ব্যবস্থা করতে হবে।