ভোটের দিন মাঠে থাকছে দুই লাখ পুলিশ
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের দিন থানা পুলিশ, রিজার্ভ পুলিশ ও বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরাসহ প্রায় দুই লাখ পুলিশ মাঠে থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করবেন বলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার এক কর্মকর্তা জানান, বর্তমানে দেশে ২ লাখ ১০ হাজার পুলিশ কর্মরত। আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে। পুলিশ সদর দপ্তর, ডিএমপি ও বিভিন্ন ইউনিটের অধিকাংশ পুলিশ সদস্য এরমধ্যে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ে চলে গেছেন।
নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ইউনিটপ্রধান, রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও জেলা পুলিশ সুপারদের (এসপি) ঢাকায় ডেকে এনে দুই দফা ব্রিফ করেছেন নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক সোহেল রানা বলেন, নির্বাচন একটি বড় উৎসব। এ সময় অনেক স্বার্থান্বেষী মহল সুযোগ নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা থাকে। তাই পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের দিন থানা পুলিশ, রিজার্ভ পুলিশ ও বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরাসহ প্রায় দুই লাখ পুলিশ মাঠে থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, আনসার ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করবেন বলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার এক কর্মকর্তা জানান, বর্তমানে দেশে ২ লাখ ১০ হাজার পুলিশ কর্মরত। আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই নির্বাচনী দায়িত্ব পালন করবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে। পুলিশ সদর দপ্তর, ডিএমপি ও বিভিন্ন ইউনিটের অধিকাংশ পুলিশ সদস্য এরমধ্যে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ে চলে গেছেন।
নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ইউনিটপ্রধান, রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও জেলা পুলিশ সুপারদের (এসপি) ঢাকায় ডেকে এনে দুই দফা ব্রিফ করেছেন নির্বাচন কমিশন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক সোহেল রানা বলেন, নির্বাচন একটি বড় উৎসব। এ সময় অনেক স্বার্থান্বেষী মহল সুযোগ নেওয়ার চেষ্টা করে। সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা থাকে। তাই পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।