যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী গ্রেপ্তার
যশোর প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নাশকতার একটি মামলায় সকালে জামায়াত নেতা আবু সাঈদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে বেলা সাড়ে ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে আবু সাঈদকে গ্রেপ্তারের পর যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার ছেলে হাবিব ফয়সাল বলেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ৮-১০ জন হেলমেটধারী তাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনে রাখা গাড়ি ভাঙচুর করে ও গুলি ছুড়ে চলে যায়। সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।
শেয়ার করুন
যশোর প্রতিনিধি | ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াতের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ মো. শাহাদাৎ হুসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার পুরন্দরপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নাশকতার একটি মামলায় সকালে জামায়াত নেতা আবু সাঈদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে বেলা সাড়ে ১২টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে আবু সাঈদকে গ্রেপ্তারের পর যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার ছেলে হাবিব ফয়সাল বলেন, গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ৮-১০ জন হেলমেটধারী তাদের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনে রাখা গাড়ি ভাঙচুর করে ও গুলি ছুড়ে চলে যায়। সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।