‘এডিটরস গিল্ড, বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশার উৎকর্ষ বাড়ানোর লক্ষ্যে এডিটরস গিল্ড, বাংলাদেশ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এডিটরস গিল্ড, বাংলাদেশের আহ্বায়ক হিসেবে আছেন তৌফিক ইমরোজ খালিদী, যুগ্ম আহ্বায়ক স্বদেশ রায় এবং সৈয়দ ইশতিয়াক রেজা।
দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের কয়েকজনকে নিয়ে গঠিত সম্পাদক পরিষদ নামে একটি সংগঠন রয়েছে। আত্মপ্রকাশ করা নতুন সংগঠনের সদস্যদের কেউই সেই সংগঠনে নেই। এডিটরস গিল্ডের আহ্বায়ক তৌফিক ইমরোজ খালিদী বলেন, সংবাদ প্রকাশনা শিল্পে যারা সম্পাদকীয় নেতৃত্ব দেন তাদের সংগঠন এটি। কাজেই এ সংগঠনের মূল কাজ হবে একটা কোড অব
এথিকস অর্থাৎ নৈতিকতার মানদণ্ড নিয়ে একটি নীতিমালা তৈরি করা, যেটি এখন একেবারেই অনুপস্থিত।
আহ্বায়কের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে সংবাদ ব্যবস্থাপনায় যারা শীর্ষ পদে কাজ করছেন তারা যেমন এখানে সদস্য হতে পারবেন, তেমনি অভিজ্ঞ পেশাদার সাংবাদিকরা, যারা অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে সম্পাদকীয় নেতৃত্ব দিয়েছেন, তারাও এর সদস্য হতে পারবেন। পরিবর্তনশীল পৃথিবীতে সাংবাদিকতায় যে চ্যালেঞ্জ এসেছে সে প্রসঙ্গে তিনি বলেন, এই চ্যালেঞ্জের বিষয়টি শুরু থেকেই গুরুত্বের সঙ্গে নিয়েছে এডিটরস গিল্ড। এ কারণে কোড অব এথিকস অর্থাৎ নৈতিকতার মানদণ্ড নিয়ে সংগঠনের যে নীতিমালা তৈরি করা হবে সেটি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। এ ছাড়াও সাংবাদিকতার পেশাদারি উৎকর্ষ বাড়াতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করবে এডিটরস গিল্ড।
শুক্রবার এক সভায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আহ্বায়ক করে সংগঠনের প্রথম কমিটি করা হয়েছে। উদ্যোক্তাদের মতে বাংলাদেশে সম্পাদকীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বেশ কয়েকটি সংগঠন থাকলেও সেগুলো সব ধরনের গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি। সেদিক থেকে এডিটরস গিল্ডই দেশের প্রথম সংগঠন যেখানে সব ধরনের সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশার উৎকর্ষ বাড়ানোর লক্ষ্যে এডিটরস গিল্ড, বাংলাদেশ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এডিটরস গিল্ড, বাংলাদেশের আহ্বায়ক হিসেবে আছেন তৌফিক ইমরোজ খালিদী, যুগ্ম আহ্বায়ক স্বদেশ রায় এবং সৈয়দ ইশতিয়াক রেজা।
দেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের কয়েকজনকে নিয়ে গঠিত সম্পাদক পরিষদ নামে একটি সংগঠন রয়েছে। আত্মপ্রকাশ করা নতুন সংগঠনের সদস্যদের কেউই সেই সংগঠনে নেই। এডিটরস গিল্ডের আহ্বায়ক তৌফিক ইমরোজ খালিদী বলেন, সংবাদ প্রকাশনা শিল্পে যারা সম্পাদকীয় নেতৃত্ব দেন তাদের সংগঠন এটি। কাজেই এ সংগঠনের মূল কাজ হবে একটা কোড অব
এথিকস অর্থাৎ নৈতিকতার মানদণ্ড নিয়ে একটি নীতিমালা তৈরি করা, যেটি এখন একেবারেই অনুপস্থিত।
আহ্বায়কের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে সংবাদ ব্যবস্থাপনায় যারা শীর্ষ পদে কাজ করছেন তারা যেমন এখানে সদস্য হতে পারবেন, তেমনি অভিজ্ঞ পেশাদার সাংবাদিকরা, যারা অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে সম্পাদকীয় নেতৃত্ব দিয়েছেন, তারাও এর সদস্য হতে পারবেন। পরিবর্তনশীল পৃথিবীতে সাংবাদিকতায় যে চ্যালেঞ্জ এসেছে সে প্রসঙ্গে তিনি বলেন, এই চ্যালেঞ্জের বিষয়টি শুরু থেকেই গুরুত্বের সঙ্গে নিয়েছে এডিটরস গিল্ড। এ কারণে কোড অব এথিকস অর্থাৎ নৈতিকতার মানদণ্ড নিয়ে সংগঠনের যে নীতিমালা তৈরি করা হবে সেটি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। এ ছাড়াও সাংবাদিকতার পেশাদারি উৎকর্ষ বাড়াতে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করবে এডিটরস গিল্ড।
শুক্রবার এক সভায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আহ্বায়ক করে সংগঠনের প্রথম কমিটি করা হয়েছে। উদ্যোক্তাদের মতে বাংলাদেশে সম্পাদকীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বেশ কয়েকটি সংগঠন থাকলেও সেগুলো সব ধরনের গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি। সেদিক থেকে এডিটরস গিল্ডই দেশের প্রথম সংগঠন যেখানে সব ধরনের সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকছে।