মির্জা আব্বাস বললেন
অচেনা লোক নজরদারি করছে
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, তার নিজের এবং তার সহধর্মিণী ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী কার্যক্রম অচেনা কিছু লোক নজরদারি করছে। গতকাল সন্ধ্যায় শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, তারা যখনই প্রচারে বের হন তখনই বাড়ির চারদিকে অসংখ্য অপরিচিত মুখ দেখতে পান। তাদের আচরণ, চাহনি সবকিছুই তাদের কাছে সন্দেহজনক মনে হয়। আগের মতো এখনো দিনের বেলায় নেতা-কর্মীদেরকে বাসায় প্রবেশ বা বের হওয়ার সময় আটক করা হচ্ছে। আটক করে তাদের কোথায় নিচ্ছে তা তারা জানেন না। তিনি ও তার আত্মীয়স্বজন এবং নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে আছেন। যেকোনো মুহূর্তে এই বাড়িটি বড় কোনো হামলার শিকার হতে পারে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, তার নিজের এবং তার সহধর্মিণী ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী কার্যক্রম অচেনা কিছু লোক নজরদারি করছে। গতকাল সন্ধ্যায় শাহজাহানপুরের নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মির্জা আব্বাস বলেন, তারা যখনই প্রচারে বের হন তখনই বাড়ির চারদিকে অসংখ্য অপরিচিত মুখ দেখতে পান। তাদের আচরণ, চাহনি সবকিছুই তাদের কাছে সন্দেহজনক মনে হয়। আগের মতো এখনো দিনের বেলায় নেতা-কর্মীদেরকে বাসায় প্রবেশ বা বের হওয়ার সময় আটক করা হচ্ছে। আটক করে তাদের কোথায় নিচ্ছে তা তারা জানেন না। তিনি ও তার আত্মীয়স্বজন এবং নেতাকর্মীরা আতঙ্কের মধ্যে আছেন। যেকোনো মুহূর্তে এই বাড়িটি বড় কোনো হামলার শিকার হতে পারে।
শেয়ার করুন