সিইসির বক্তব্য সরকারি দলের বক্তব্যের অংশ : মওদুদ
নোয়াখালী প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মওদুদ আহমদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য যেটা, সেটাই সরকারি দলের বক্তব্যের অংশ। এ নির্বাচন কমিশন একেবারের মেরুদণ্ডহীন। তাদের কোনো ভূমিকা নেই। তারা সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে।’ গতকাল শনিবার সকালে কোম্পানীগঞ্জ থানায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আরো বলেন, ‘আমার এলাকায় গ্রেপ্তার অব্যাহতভাবে চলছে। আজ পর্যন্ত ছয়টি গায়েবি মামলা করে আমাদের নেতাকর্মীদেরকে জড়ানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করছে, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছে। গত তিন-চারটি রাত আমার বাড়ির চারপাশে বোমা ফাটানো হচ্ছে, ফাঁকা গুলি ছোড়া হচ্ছে, পুরো এলাকায় আতঙ্ক, মানুষ রাতে ঘুমাতে পারছে না। আমি একজন প্রার্থী, আমার নিরাপত্তা পর্যন্ত নেই, জনগণের নিরাপত্তা কীভাবে থাকবে?’
শেয়ার করুন
নোয়াখালী প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী মওদুদ আহমদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য যেটা, সেটাই সরকারি দলের বক্তব্যের অংশ। এ নির্বাচন কমিশন একেবারের মেরুদণ্ডহীন। তাদের কোনো ভূমিকা নেই। তারা সরকারের নিয়ন্ত্রণে কাজ করছে।’ গতকাল শনিবার সকালে কোম্পানীগঞ্জ থানায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আরো বলেন, ‘আমার এলাকায় গ্রেপ্তার অব্যাহতভাবে চলছে। আজ পর্যন্ত ছয়টি গায়েবি মামলা করে আমাদের নেতাকর্মীদেরকে জড়ানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করছে, কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছে। গত তিন-চারটি রাত আমার বাড়ির চারপাশে বোমা ফাটানো হচ্ছে, ফাঁকা গুলি ছোড়া হচ্ছে, পুরো এলাকায় আতঙ্ক, মানুষ রাতে ঘুমাতে পারছে না। আমি একজন প্রার্থী, আমার নিরাপত্তা পর্যন্ত নেই, জনগণের নিরাপত্তা কীভাবে থাকবে?’