নির্বাচনী সভায় মাশরাফী
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেন আঘাত না পায়
নড়াইল প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী যাতে শারীরিক বা মানসিকভাবে আঘাত না পায় সে বিষয়ে কর্মী-সমর্থকদের সজাগ থাকতে বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল রোববার দুপুরে নির্বাচনী এলাকার আইনজীবীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় জাতীয় ক্রিকেট দলে অধিনায়ক এ আহ্বান জানান।
মাশরাফী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় আছে। তবে আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী যাতে শারীরিক ও মানসিকভাবে আঘাত না পায়, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনো ভুলত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। নড়াইলের মানুষের সেবা করতে চাই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতীক নৌকা; আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দেবেন। আমিও আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।’
নড়াইল আইনজীবী ভবনের নিচতলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান জিন্নাহ, মোল্লা খবিরউদ্দিন, সিদ্দিক আহমেদ, সাঈফ হাফিজুর রহমান, সোহরাব হোসেন বিশ্বাস, অচউন চক্রবর্তী, হেমায়েতুল্লা হিরু, নজরুল ইসলাম, আলমগীর সিদ্দিকী, ওমর ফারুক, শরউফ মাহবুবুল করিম, সঞ্জীব কুমার বসু, আকিকুর রহমান, উত্তম কুমার ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বাগচী, রমা রানী রায়, আজিজুল ইসলাম ও রওশন আরা লিলি বক্তব্য দেন।
শেয়ার করুন
নড়াইল প্রতিনিধি | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী যাতে শারীরিক বা মানসিকভাবে আঘাত না পায় সে বিষয়ে কর্মী-সমর্থকদের সজাগ থাকতে বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল রোববার দুপুরে নির্বাচনী এলাকার আইনজীবীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় জাতীয় ক্রিকেট দলে অধিনায়ক এ আহ্বান জানান।
মাশরাফী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় আছে। তবে আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী যাতে শারীরিক ও মানসিকভাবে আঘাত না পায়, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। আমার কোনো ভুলত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। নড়াইলের মানুষের সেবা করতে চাই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতীক নৌকা; আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দেবেন। আমিও আপনাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব।’
নড়াইল আইনজীবী ভবনের নিচতলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম নবীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান জিন্নাহ, মোল্লা খবিরউদ্দিন, সিদ্দিক আহমেদ, সাঈফ হাফিজুর রহমান, সোহরাব হোসেন বিশ্বাস, অচউন চক্রবর্তী, হেমায়েতুল্লা হিরু, নজরুল ইসলাম, আলমগীর সিদ্দিকী, ওমর ফারুক, শরউফ মাহবুবুল করিম, সঞ্জীব কুমার বসু, আকিকুর রহমান, উত্তম কুমার ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বাগচী, রমা রানী রায়, আজিজুল ইসলাম ও রওশন আরা লিলি বক্তব্য দেন।