পিইসিতে দেশসেরা জয়পুরহাট
জয়পুরহাট প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৯৯ দশমিক ৭৪ শতাংশ পাসের হার নিয়ে দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষ হয়েছে জয়পুরহাট। জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ২৪৪ জন, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ২০৩ জন।
জেলা প্রশাসক মোহাম্মাদ জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, পিইসি পরীক্ষায় জয়পুরহাট জেলা প্রথম হওয়ায় সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়েছে।
জেলার মধ্যে প্রথম হয়েছে জয়পুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এ বছর এই স্কুল থেকে ২০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১২০ জন। পরীক্ষায় মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৯৪ নম্বর পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে এই স্কুলের ছাত্রী রৌফিকা নুর রামিশা রাফা।
তার বাবা জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক।
শেয়ার করুন
জয়পুরহাট প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৯৯ দশমিক ৭৪ শতাংশ পাসের হার নিয়ে দেশের জেলাগুলোর মধ্যে শীর্ষ হয়েছে জয়পুরহাট। জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ হাজার ২৪৪ জন, যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ২০৩ জন।
জেলা প্রশাসক মোহাম্মাদ জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, পিইসি পরীক্ষায় জয়পুরহাট জেলা প্রথম হওয়ায় সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়েছে।
জেলার মধ্যে প্রথম হয়েছে জয়পুরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। এ বছর এই স্কুল থেকে ২০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১২০ জন। পরীক্ষায় মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৯৪ নম্বর পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে এই স্কুলের ছাত্রী রৌফিকা নুর রামিশা রাফা।
তার বাবা জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক।
শেয়ার করুন