মুন্সীগঞ্জে আ.লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
মুন্সীগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির পাঁচটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। গত রোববার রাতে টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্পগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক সাংবাদিকদের বলেন, উপজেলার শিমুলিয়া, মুটুকপুর, চিত্রকরা, তৈলকাই, দরজার পাড় এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে। বিএনপিদলীয় লোকেরা ক্যাম্পগুলোতে আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলা যুবদল সভাপতি শামীম মোল্লা দেশ রূপান্তরকে বলেন, বিএনপি নেতাকর্মীরা প্রচারে নামতে পারছেন না। তারা নিজ নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থায় আওয়ামী লীগ প্রার্থীর ক্যাম্পে আগুন দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি দাবি করেন, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) আজিজুল হক হাওলাদার সাংবাদিকদের বলেন, উপজেলার পাঁচটি ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে থানায় কেউ অভিযোগ করেনি।
শেয়ার করুন
মুন্সীগঞ্জ প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির পাঁচটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। গত রোববার রাতে টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্পগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক সাংবাদিকদের বলেন, উপজেলার শিমুলিয়া, মুটুকপুর, চিত্রকরা, তৈলকাই, দরজার পাড় এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে। বিএনপিদলীয় লোকেরা ক্যাম্পগুলোতে আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলা যুবদল সভাপতি শামীম মোল্লা দেশ রূপান্তরকে বলেন, বিএনপি নেতাকর্মীরা প্রচারে নামতে পারছেন না। তারা নিজ নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ অবস্থায় আওয়ামী লীগ প্রার্থীর ক্যাম্পে আগুন দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি দাবি করেন, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
টঙ্গিবাড়ী থানার ওসি (তদন্ত) আজিজুল হক হাওলাদার সাংবাদিকদের বলেন, উপজেলার পাঁচটি ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে থানায় কেউ অভিযোগ করেনি।