ভোটে টাকা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ভোটারদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের দাবি, ওই দুজন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী।
গ্রেপ্তারকৃতরা হলেন শহীদ (৫৮) ও মুহিত (৪৫)। গতকাল সোমবার দুপুরে শাহজাহানপুরের আল বারাকা হাসপাতালের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনার জন্য দেশের বাইরে থেকে টাকা এসেছেÑ এমন তথ্যের পর অনুসন্ধানে গিয়ে টাকাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মুহিত মির্জা আব্বাসের নির্বাচনী এলাকার পোলিং এজেন্ট ও শহীদ মির্জা খোকনের ঘনিষ্ঠ সহযোগী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’ তিনি আরো বলেন, টাকার উৎস ও আনার প্রক্রিয়া সম্পর্কে যাচাইবাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নাম প্রকাশ না করার শর্তে মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভোট কেনার জন্য মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকন তার এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়া থেকে ওই টাকা পাঠিয়েছে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ভোটারদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। তাদের দাবি, ওই দুজন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী।
গ্রেপ্তারকৃতরা হলেন শহীদ (৫৮) ও মুহিত (৪৫)। গতকাল সোমবার দুপুরে শাহজাহানপুরের আল বারাকা হাসপাতালের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেনার জন্য দেশের বাইরে থেকে টাকা এসেছেÑ এমন তথ্যের পর অনুসন্ধানে গিয়ে টাকাসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মুহিত মির্জা আব্বাসের নির্বাচনী এলাকার পোলিং এজেন্ট ও শহীদ মির্জা খোকনের ঘনিষ্ঠ সহযোগী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’ তিনি আরো বলেন, টাকার উৎস ও আনার প্রক্রিয়া সম্পর্কে যাচাইবাছাই করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নাম প্রকাশ না করার শর্তে মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভোট কেনার জন্য মির্জা আব্বাসের ছোট ভাই মির্জা খোকন তার এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়া থেকে ওই টাকা পাঠিয়েছে।’