জামাতার ছুরিতে শাশুড়ি নিহত
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাজধানীর পল্লবীতে জামাতার ছুরিকাঘাতে প্রাণ গেছে শাশুড়ি জরিনা বেগমের (৪০)। এ ঘটনায় অভিযুক্ত শাহীনের স্ত্রী লাকি আক্তারও আহত হয়েছেন। ঘটনার পর থেকে শাহীন পলাতক। গতকাল সোমবার সকালে পল্লবী থানাধীন বারনটেক দয়ালের মোড় এলাকার সানাউল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
জরিনার আত্মীয় অনিক জানান, শাহীন মাদকাসক্ত। সকালে জরিনা মেয়ের কাছে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে জামাতা শাহীন তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে বাধা দিলে লাকিকেও মাথায় আঘাত করা হয়। জরিনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাজধানীর পল্লবীতে জামাতার ছুরিকাঘাতে প্রাণ গেছে শাশুড়ি জরিনা বেগমের (৪০)। এ ঘটনায় অভিযুক্ত শাহীনের স্ত্রী লাকি আক্তারও আহত হয়েছেন। ঘটনার পর থেকে শাহীন পলাতক। গতকাল সোমবার সকালে পল্লবী থানাধীন বারনটেক দয়ালের মোড় এলাকার সানাউল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
জরিনার আত্মীয় অনিক জানান, শাহীন মাদকাসক্ত। সকালে জরিনা মেয়ের কাছে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে জামাতা শাহীন তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে বাধা দিলে লাকিকেও মাথায় আঘাত করা হয়। জরিনাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন