পল্টনে ককটেল বিস্ফোরণ
খন্দকার মাহবুবসহ ৭৩ জনের বিরুদ্ধে চার্জশিট
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাজধানীর পল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম আদালতে গত ১৫ ডিসেম্বর এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই জাহিদুল ইসলাম।
অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুর রেজ্জাক খান, আবদুস সালাম, বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহম্মেদ, সংস্কৃতিবিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, রফিক শিকদার, হাসান মাহমুদ, শেখ শামিম, তাহিরুল ইসলাম তৌহিদ, সাবের আলাউদ্দিন হেনা, বিএনপি নেতা লায়লা বেগম, ইশতিয়াক আজিজ উলফাত, নাজমুল হাসান পিন্টু, শহিদুল ইসলাম বাবুল ও ইসমাইল প্রধান স্বাদ।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর পল্টন থানার ভিআইপি এক্সটেশন রোডে জনতার গলির মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসামিরা সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেন। পুলিশ বাধা দিতে গেলে তাদের হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন আসামিরা। এতে কয়েক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পল্টন থানার এসআই সোমেন বড়–য়া বাদী হয়ে একটি মামলা করেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাজধানীর পল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম আদালতে গত ১৫ ডিসেম্বর এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই জাহিদুল ইসলাম।
অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুর রেজ্জাক খান, আবদুস সালাম, বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহম্মেদ, সংস্কৃতিবিষয়ক সহ-সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, রফিক শিকদার, হাসান মাহমুদ, শেখ শামিম, তাহিরুল ইসলাম তৌহিদ, সাবের আলাউদ্দিন হেনা, বিএনপি নেতা লায়লা বেগম, ইশতিয়াক আজিজ উলফাত, নাজমুল হাসান পিন্টু, শহিদুল ইসলাম বাবুল ও ইসমাইল প্রধান স্বাদ।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর পল্টন থানার ভিআইপি এক্সটেশন রোডে জনতার গলির মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসামিরা সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেন। পুলিশ বাধা দিতে গেলে তাদের হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করেন আসামিরা। এতে কয়েক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পল্টন থানার এসআই সোমেন বড়–য়া বাদী হয়ে একটি মামলা করেন।