হাসিনার পক্ষে ভোট চাইলেন ডিপজল
গোপালগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চাইলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুশলা বাজার এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি প্রধানমন্ত্রীর পক্ষে ভোট চান।
ডিপজল তার বক্তব্যে নৌকায় শতভাগ ভোট দেওয়ার জন্য কোটালীপাড়ার ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়। মানুষ সুখে-শান্তিতে বসবাস করে। আমাদের সবার নৌকায় ভোট দেওয়া উচিত।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, অভিনেত্রী আঁচল, অভিনেতা আফজাল শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
গোপালগঞ্জ প্রতিনিধি | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নৌকায় ভোট চাইলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুশলা বাজার এলাকায় এক নির্বাচনী জনসভায় তিনি প্রধানমন্ত্রীর পক্ষে ভোট চান।
ডিপজল তার বক্তব্যে নৌকায় শতভাগ ভোট দেওয়ার জন্য কোটালীপাড়ার ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়ন হয়। মানুষ সুখে-শান্তিতে বসবাস করে। আমাদের সবার নৌকায় ভোট দেওয়া উচিত।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস, পৌর মেয়র কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, অভিনেত্রী আঁচল, অভিনেতা আফজাল শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।