ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সংসদ নির্বাচন সামনে রেখে ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং বানোয়াট খবর ছড়ানোর অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন মুক্তা চৌধুরী ও মোফাচ্ছেল হোসেন। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মুক্তা চৌধুরী নিজেকে বিএনপিকর্মী বলে দাবি করেছেন। র্যাব-২-এর অপারেশন্স অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গ্রেপ্তারকৃত দুজন মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে মিথ্যা, অশ্লীল, কুরুচিপূর্ণ, মানহানিকর তথ্য প্রকাশ এবং গুজব ছড়াত।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সংসদ নির্বাচন সামনে রেখে ফেইসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং বানোয়াট খবর ছড়ানোর অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন মুক্তা চৌধুরী ও মোফাচ্ছেল হোসেন। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মুক্তা চৌধুরী নিজেকে বিএনপিকর্মী বলে দাবি করেছেন। র্যাব-২-এর অপারেশন্স অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গ্রেপ্তারকৃত দুজন মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে মিথ্যা, অশ্লীল, কুরুচিপূর্ণ, মানহানিকর তথ্য প্রকাশ এবং গুজব ছড়াত।
শেয়ার করুন