কুমিল্লায় ওবায়দুল কাদের
ইসি নয়, ব্যর্থ নেতা হিসেবে ড. কামালের পদত্যাগ করা উচিত
কুমিল্লা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেনকে ব্যর্থ নেতা উল্লেখ তাকে পদত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিঞাবাজার লতিফুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে রেলমন্ত্রী মুজিবুল হকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ড. কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ংকর, সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনার পদত্যাগ করা উচিত।’ গত মঙ্গলবার কামাল হোসেনের সিইসির পদত্যাগের দাবির জবাবে গতকাল তিনি এসব কথা বলেন। কামাল হোসেনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, যার পদত্যাগ চাইলেন তার সঙ্গে কেন বৈঠক করতে গেলেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী রেলপথমন্ত্রী মুজিবুল হক। চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূইয়া হাসানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার প্রমুখ।
শেয়ার করুন
কুমিল্লা প্রতিনিধি | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেনকে ব্যর্থ নেতা উল্লেখ তাকে পদত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মিঞাবাজার লতিফুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে রেলমন্ত্রী মুজিবুল হকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ড. কামাল হোসেনের মুখের বিষ ফরমালিনের চেয়েও ভয়ংকর, সিইসির পদত্যাগ নয়, ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনার পদত্যাগ করা উচিত।’ গত মঙ্গলবার কামাল হোসেনের সিইসির পদত্যাগের দাবির জবাবে গতকাল তিনি এসব কথা বলেন। কামাল হোসেনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, যার পদত্যাগ চাইলেন তার সঙ্গে কেন বৈঠক করতে গেলেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ প্রার্থী রেলপথমন্ত্রী মুজিবুল হক। চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস ছোবহান ভূইয়া হাসানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চৌদ্দগ্রাম পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি শাহজালাল মজুমদার প্রমুখ।