সহিংসতা চলছেই বিএনপি প্রার্থী হাবিবকে কুপিয়ে জখম
রূপান্তর ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
পাবনার ঈশ্বরদীতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে গতকাল আলহাজ টেক্সটাইল মিলস স্কুল মাঠে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা
আগামী রোববারের জাতীয় নির্বাচন সামনে রেখে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার পাবনার ঈশ্বরদীতে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে এলোপাতাড়ি কুপিয় জখম করেছে দুর্বৃত্তরা; আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর বাড়ি থেকে বোমা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর ভাইয়ের গাড়ি থেকে বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর হামলাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশের তল্লাশিতে বাধা দিয়েছে গ্রামবাসী। এদিকে, গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৮টি আসনে বিভিন্ন অভিযোগে প্রার্থীসহ গ্রেপ্তার হয়েছেন কমপক্ষে ৩০০ জন। ব্যুরো অফিস, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর:
ঈশ্বরদী (পাবনা) : গতকাল বেলা পৌনে ১২টার দিকে শহরের আলহাজ্ব মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনী মিছিল শুরুর আগে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে এলোপাতাড়ি কুপিয় জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। এ হামলায় তার ৮-১০ জন কর্মীও আহত হন।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, বিএনপি প্রার্থীর কর্মসূচি ঘিরে র্যাব, পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থায় ছিল। মিছিল শুরুর আগে ১০-১২টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা হামলা চালিয়ে হাবিবসহ অন্যদের কুপিয়ে জখম করে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : গতকাল দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের পুনিয়াউট এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়িতে অভিযান চালিয়ে চারটি করে পেট্রলবোমা ও ককটেলসহ ১২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সদর মডেল থানা পুলিশের ২ নং ফাঁড়ির ইন্সপেক্টর মো. সোহাগ রানা জানান, আটককৃতদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক ও জেলা ছাত্রদলের সহসভাপতি অথৈ মোল্লাও রয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো : গতকাল দুপুর দেড়টার দিকে ফৌজদারহাট জলিলনগর টেক্সটাইল গেট এলাকায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও সিটির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে ধানের শীষের প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর ভাইয়ের গাড়ি থেকে ১৯টি পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জাম, একটি দেশি বন্দুক ও গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা। তিনি জানান, গাড়ির চালক মেহেদী হাসানকে (২৪) আটক করা হয়েছে।
হাটহাজারী (চট্টগ্রাম) : গতকাল উপজেলার ধলই ফরহাদাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গণসংযোগে বাধা ও তার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে; এতে আহত হয়েছে কমপক্ষে ছয় জন। হাটাহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হবিগঞ্জ : পলাতক আসামি ধরতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের প্রার্থী গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহবুদ্দিন শুভ জানান, গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটে। সন্ধ্যায় ছোট ভাকৈর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে রেজা কিবরিয়ার গাড়িবহর থেকে কমপক্ষে ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। নবীগঞ্জ থানার ওসি ইকবাল জানান, ওয়ারেন্টভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করা হয়। আসামি না পেয়ে পুলিশ চলে আসে।
ঠাকুরগাঁও : গতকাল বেলা সাড়ে ১২টার দিকে শহরের বসিরপাড়া এলাকায় ছোট মেয়েকে নিয়ে প্রচারে গেলে যুবলীগ-ছাত্রলীগের ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। সেখানে আর প্রচার চালানো হবে নাÑএ শর্তে তারা রক্ষা পেয়েছেন বলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
এদিকে, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ; এতে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এ ছাড়া কোনো ধরনের মামলা বা পরোয়ানা ছাড়াই ২৩ জনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঝিনাইদহ : গত মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে ঝিনাইদহ-৩ আসনে (মহেশপুর ও কোটচাঁদপুর) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মো. মতিয়ার রহমান ও তার স্ত্রী নাজমা রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জামায়াত নেতা মতিয়ারের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ ২৫টির বেশি মামলা আছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা মতিয়ারকে রায়েরবাজারে তার মেয়ের বাসা থেকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়েছে।
যশোর : গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাউলিয়া বাজারে যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী টি এস আইয়ুবের গাড়িচালক আলমগীর শেখকে জাল এক লাখ টাকাসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান। টি এস আইয়ুবের দাবি, বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর শহর থেকে পোস্টার নিয়ে ফেরার পথে পুলিশ তার গাড়িতে জাল টাকা দিয়ে দিয়েছে।
ওসি অপূর্ব আরো জানান, গতকাল দুপুরে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বাগেরহাট : গত মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মো. আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে তার ৯৯ জন নেতাকর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, তিনটি গুলি, ৯টি ককটেল, ছয়টি পেট্রলবোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ : হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নে গত মঙ্গলবার দুপুরে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিঙ্গাইর ও সদরের আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী মঈনুল ইসলাম খানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হরিরামপুর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, এ মামলায় গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের সহসভাপতি মনির হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া : গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার বাসায় ককটেল হামলা হয়েছে। শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, রাতে সেখান থেকে অবিস্ফোরিত দুটি ও গতকাল ভোরে আরো দুটি ককটেল উদ্ধার করা হয়।
এদিকে, শাজাহানপুর ছাড়া জেলার ১১টি থানায় মঙ্গলবার রাতভর চালানো অভিযানে ৭৫ জন গ্রেপ্তার হয়েছেন। সদর থানার ওসি বদিউজ্জামান ও শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, তাদের বেশির ভাগই বিস্ফোরক আইন ও নাশকতা মামলার আসামি। তবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই পুলিশ এই অভিযান চালিয়েছে।
গাইবান্ধা : জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবুকে গত মঙ্গলবার রাতে শহরের ফকিরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, গ্রেপ্তারি পরোয়ানার আসামি বাবুর নামে নাশকতাসহ কয়েকটি মামলা রয়েছে। একই রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আল আমিন।
জামালপুর : গত মঙ্গলবার রাতে জামালপুর-২ (ইসলামপুর), জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) ও জামালপুর-৫ (সদর) আসনের বিভিন্ন স্থানে নৌকা ও ধানের শীষ মার্কার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সদর থানার ওসি মো. নাসিমুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার সাত উপজেলা থেকে বিএনপির দুই কর্মীসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পঞ্চগড় : গতকাল জেলা জামায়াতের আমির আব্দুল খালেক ও বোদা পৌর জামায়াতের আমির রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ফেনী প্রতিনিধি : জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং আবুল হোসেনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের একটি বাড়ি থেকে চার মামলায় পরোয়ানার আসামি মামুনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরশুরাম মডেল থানার এসআই দীপক কুমার পাল জানান, গতকাল দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাড়ি থেকে বিস্ফোরক মামলার আসামি নূর মুহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন আবুল হোসেনকে তারা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী (ফেনী) : গত মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা সদরের বাড়ি থেকে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাগনভূঞা থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান, বিস্ফোরক আইনের মামলায় গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আগামী রোববারের জাতীয় নির্বাচন সামনে রেখে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার পাবনার ঈশ্বরদীতে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে এলোপাতাড়ি কুপিয় জখম করেছে দুর্বৃত্তরা; আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে সহিংসতায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর বাড়ি থেকে বোমা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর ভাইয়ের গাড়ি থেকে বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর হামলাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশের তল্লাশিতে বাধা দিয়েছে গ্রামবাসী। এদিকে, গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৮টি আসনে বিভিন্ন অভিযোগে প্রার্থীসহ গ্রেপ্তার হয়েছেন কমপক্ষে ৩০০ জন। ব্যুরো অফিস, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর:
ঈশ্বরদী (পাবনা) : গতকাল বেলা পৌনে ১২টার দিকে শহরের আলহাজ্ব মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনী মিছিল শুরুর আগে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে এলোপাতাড়ি কুপিয় জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। এ হামলায় তার ৮-১০ জন কর্মীও আহত হন।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, বিএনপি প্রার্থীর কর্মসূচি ঘিরে র্যাব, পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থায় ছিল। মিছিল শুরুর আগে ১০-১২টি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা হামলা চালিয়ে হাবিবসহ অন্যদের কুপিয়ে জখম করে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া : গতকাল দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের পুনিয়াউট এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়িতে অভিযান চালিয়ে চারটি করে পেট্রলবোমা ও ককটেলসহ ১২ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সদর মডেল থানা পুলিশের ২ নং ফাঁড়ির ইন্সপেক্টর মো. সোহাগ রানা জানান, আটককৃতদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক ও জেলা ছাত্রদলের সহসভাপতি অথৈ মোল্লাও রয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো : গতকাল দুপুর দেড়টার দিকে ফৌজদারহাট জলিলনগর টেক্সটাইল গেট এলাকায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও সিটির ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে ধানের শীষের প্রার্থী ইসহাক কাদের চৌধুরীর ভাইয়ের গাড়ি থেকে ১৯টি পেট্রলবোমা, বোমা তৈরির সরঞ্জাম, একটি দেশি বন্দুক ও গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী সাহা। তিনি জানান, গাড়ির চালক মেহেদী হাসানকে (২৪) আটক করা হয়েছে।
হাটহাজারী (চট্টগ্রাম) : গতকাল উপজেলার ধলই ফরহাদাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের গণসংযোগে বাধা ও তার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে; এতে আহত হয়েছে কমপক্ষে ছয় জন। হাটাহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
হবিগঞ্জ : পলাতক আসামি ধরতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ধানের শীষের প্রার্থী গণফোরাম নেতা ড. রেজা কিবরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। তার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহবুদ্দিন শুভ জানান, গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুলিশ পিছু হটে। সন্ধ্যায় ছোট ভাকৈর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে রেজা কিবরিয়ার গাড়িবহর থেকে কমপক্ষে ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। নবীগঞ্জ থানার ওসি ইকবাল জানান, ওয়ারেন্টভুক্ত আসামি মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তখন মসজিদের মাইকে অপপ্রচার করে গ্রামবাসীকে বিভ্রান্ত করা হয়। আসামি না পেয়ে পুলিশ চলে আসে।
ঠাকুরগাঁও : গতকাল বেলা সাড়ে ১২টার দিকে শহরের বসিরপাড়া এলাকায় ছোট মেয়েকে নিয়ে প্রচারে গেলে যুবলীগ-ছাত্রলীগের ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। সেখানে আর প্রচার চালানো হবে নাÑএ শর্তে তারা রক্ষা পেয়েছেন বলে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
এদিকে, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির কর্মীদের ওপর হামলা ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ; এতে আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এ ছাড়া কোনো ধরনের মামলা বা পরোয়ানা ছাড়াই ২৩ জনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ঝিনাইদহ : গত মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে ঝিনাইদহ-৩ আসনে (মহেশপুর ও কোটচাঁদপুর) ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মো. মতিয়ার রহমান ও তার স্ত্রী নাজমা রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জামায়াত নেতা মতিয়ারের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতাসহ ২৫টির বেশি মামলা আছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা মতিয়ারকে রায়েরবাজারে তার মেয়ের বাসা থেকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়েছে।
যশোর : গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বাউলিয়া বাজারে যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে ধানের শীষের প্রার্থী টি এস আইয়ুবের গাড়িচালক আলমগীর শেখকে জাল এক লাখ টাকাসহ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান। টি এস আইয়ুবের দাবি, বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর শহর থেকে পোস্টার নিয়ে ফেরার পথে পুলিশ তার গাড়িতে জাল টাকা দিয়ে দিয়েছে।
ওসি অপূর্ব আরো জানান, গতকাল দুপুরে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বাগেরহাট : গত মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মো. আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে তার ৯৯ জন নেতাকর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটারগান, তিনটি গুলি, ৯টি ককটেল, ছয়টি পেট্রলবোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ : হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নে গত মঙ্গলবার দুপুরে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিঙ্গাইর ও সদরের আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী মঈনুল ইসলাম খানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। হরিরামপুর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, এ মামলায় গত মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের সহসভাপতি মনির হোসেনসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া : গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার বাসায় ককটেল হামলা হয়েছে। শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, রাতে সেখান থেকে অবিস্ফোরিত দুটি ও গতকাল ভোরে আরো দুটি ককটেল উদ্ধার করা হয়।
এদিকে, শাজাহানপুর ছাড়া জেলার ১১টি থানায় মঙ্গলবার রাতভর চালানো অভিযানে ৭৫ জন গ্রেপ্তার হয়েছেন। সদর থানার ওসি বদিউজ্জামান ও শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, তাদের বেশির ভাগই বিস্ফোরক আইন ও নাশকতা মামলার আসামি। তবে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার অভিযোগ, ভীতিকর পরিবেশ সৃষ্টি করতেই পুলিশ এই অভিযান চালিয়েছে।
গাইবান্ধা : জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবুকে গত মঙ্গলবার রাতে শহরের ফকিরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, গ্রেপ্তারি পরোয়ানার আসামি বাবুর নামে নাশকতাসহ কয়েকটি মামলা রয়েছে। একই রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দীঘি বাজারে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আল আমিন।
জামালপুর : গত মঙ্গলবার রাতে জামালপুর-২ (ইসলামপুর), জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) ও জামালপুর-৫ (সদর) আসনের বিভিন্ন স্থানে নৌকা ও ধানের শীষ মার্কার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সদর থানার ওসি মো. নাসিমুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার সাত উপজেলা থেকে বিএনপির দুই কর্মীসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পঞ্চগড় : গতকাল জেলা জামায়াতের আমির আব্দুল খালেক ও বোদা পৌর জামায়াতের আমির রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ফেনী প্রতিনিধি : জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং আবুল হোসেনসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনী মডেল থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের একটি বাড়ি থেকে চার মামলায় পরোয়ানার আসামি মামুনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরশুরাম মডেল থানার এসআই দীপক কুমার পাল জানান, গতকাল দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাড়ি থেকে বিস্ফোরক মামলার আসামি নূর মুহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিন আবুল হোসেনকে তারা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী (ফেনী) : গত মঙ্গলবার গভীর রাতে দাগনভূঞা সদরের বাড়ি থেকে জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাগনভূঞা থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান, বিস্ফোরক আইনের মামলায় গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।