ফেনীতে ওবায়দুল
ভারত নয় ক্ষমতায় বসাবে জনগণ
ফেনী প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ফাইল ছবি
বিদেশি কোনো শক্তি নয়, জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর এলাকায় সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল বলেন, এবারের নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে। এতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, ‘আমরা বেশির ভাগ আসনে জয়লাভ করব। তাই আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রশ্নই ওঠে না। আমাদের ক্ষমতায় বসাবেন এই দেশের জনগণ। বিদেশি কোনো শক্তি আমাদের ক্ষমতায় বসাবে এটা সত্য নয়। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে বলে বা মাথা ঘামাবে বলে আমার জানা নেই।’
নির্বাচনে ভারতের হস্তক্ষেপের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমাদের ক্ষমতায় ভারত বসাবে না; আমাদের ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, তাদের অপচেষ্টাকে ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সমুচিত জবাব দেবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শেয়ার করুন
ফেনী প্রতিনিধি | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিদেশি কোনো শক্তি নয়, জনগণই আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর এলাকায় সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল বলেন, এবারের নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ভোট বিপ্লব হবে। এতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, ‘আমরা বেশির ভাগ আসনে জয়লাভ করব। তাই আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রশ্নই ওঠে না। আমাদের ক্ষমতায় বসাবেন এই দেশের জনগণ। বিদেশি কোনো শক্তি আমাদের ক্ষমতায় বসাবে এটা সত্য নয়। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় ভারতের কোনো হস্তক্ষেপ আছে বলে বা মাথা ঘামাবে বলে আমার জানা নেই।’
নির্বাচনে ভারতের হস্তক্ষেপের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমাদের ক্ষমতায় ভারত বসাবে না; আমাদের ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। যারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায়, তাদের অপচেষ্টাকে ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ সমুচিত জবাব দেবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জায়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।