‘সেনা নামিয়ে হাত-পা বেঁধে রেখেছেন সিইসি’
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৩২৯ জন নেতাকর্মী। এ ছাড়া হামলার ঘটনায় নিহত হয়েছে ৯ জন।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেনাবাহিনীকে মাঠে নামিয়ে ‘হাত-পা বেঁধে রেখেছেন’ বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী দাবি করেন, ‘বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি ও মিথ্যা মামলা করা হয়েছে ৮৪৪টি। মোট হামলা চালানো হয়েছে ২ হাজার ৮৯৬টি, হামলার ঘটনায় আহত হয়েছে ১৩ হাজার ২৫২ জন।’
তিনি বলেন, ‘শুধু গতকালই (বৃহস্পতিবার) বিভিন্ন জেলায় বানোয়াট মামলা দায়ের হয়েছে ৩৮টি, গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১২৭ জন নেতাকর্মীকে, হত্যা করা হয়েছে একজনকে।’
নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রিজভী বলেন, ‘সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত-পা বেঁধে রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার। সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এগুলো সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায় এবং সিইসির তত্ত্বাবধানে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের গুণ্ডামিতে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের মিছিলে বাধা দেওয়া হয়েছে। তারা বিএনপির নির্বাচনী এজেন্ট, কর্মী ও সমর্থকদের এলাকাছাড়া করেছে। গ্রামে-গ্রামে চলছে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া।’ সারা দেশে এখন ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘নানা কারণে বাংলাদেশের নদনদীর উজানে পানির প্রবাহ কমে গেছে। আগে যে পদ্মাকে প্রমত্ত পদ্মা বলা হতো এখন গরুর গাড়িতে করেও পদ্মা নদী পার হওয়া যায়। সুতরাং গণজোয়ারের যে কথা বলেছেন ওবায়দুল কাদের, সেই জোয়ার নদী আর সমুদ্রের মোহনায় নেই, সেই জোয়ার এখন ওবায়দুল কাদেরের মুখে চলে এসেছে। আর অরিজিনালি যেখানে জোয়ার থাকার কথা সেখানে পানিশূন্য বালির চর।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, দলের শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দাবি করেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৩২৯ জন নেতাকর্মী। এ ছাড়া হামলার ঘটনায় নিহত হয়েছে ৯ জন।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেনাবাহিনীকে মাঠে নামিয়ে ‘হাত-পা বেঁধে রেখেছেন’ বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী দাবি করেন, ‘বিএনপির নেতাকর্মীদের নামে গায়েবি ও মিথ্যা মামলা করা হয়েছে ৮৪৪টি। মোট হামলা চালানো হয়েছে ২ হাজার ৮৯৬টি, হামলার ঘটনায় আহত হয়েছে ১৩ হাজার ২৫২ জন।’
তিনি বলেন, ‘শুধু গতকালই (বৃহস্পতিবার) বিভিন্ন জেলায় বানোয়াট মামলা দায়ের হয়েছে ৩৮টি, গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১২৭ জন নেতাকর্মীকে, হত্যা করা হয়েছে একজনকে।’
নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রিজভী বলেন, ‘সেনাবাহিনীকে মাঠে নামিয়ে হাত-পা বেঁধে রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার। সেনাবাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। এগুলো সবই হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারায় এবং সিইসির তত্ত্বাবধানে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের গুণ্ডামিতে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের মিছিলে বাধা দেওয়া হয়েছে। তারা বিএনপির নির্বাচনী এজেন্ট, কর্মী ও সমর্থকদের এলাকাছাড়া করেছে। গ্রামে-গ্রামে চলছে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া।’ সারা দেশে এখন ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘নানা কারণে বাংলাদেশের নদনদীর উজানে পানির প্রবাহ কমে গেছে। আগে যে পদ্মাকে প্রমত্ত পদ্মা বলা হতো এখন গরুর গাড়িতে করেও পদ্মা নদী পার হওয়া যায়। সুতরাং গণজোয়ারের যে কথা বলেছেন ওবায়দুল কাদের, সেই জোয়ার নদী আর সমুদ্রের মোহনায় নেই, সেই জোয়ার এখন ওবায়দুল কাদেরের মুখে চলে এসেছে। আর অরিজিনালি যেখানে জোয়ার থাকার কথা সেখানে পানিশূন্য বালির চর।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, দলের শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।