ভোটের নকল সিলসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
রাজধানীর পল্টন থেকে ভোটের ২২০টি নকল সিলসহ মো. সালাউদ্দিন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার বিকেলে পল্টনের কমরেড মণি সিংহ সড়কের ৫৯ নম্বর ‘মদিনা মেটালিক’ নামের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২০টি নকল সিল উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, একাদশ জাতীয় সংসদে বিশেষ কোনো প্রার্থীকে লাভবান করতে সিলগুলো তৈরি করা হচ্ছিল। গতকাল র্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, র্যাব গোপন সংবাদে জানতে পারে ওই দোকানে কতিপয় ব্যক্তি আসন্ন নির্বাচনে বিশেষ কোনো প্রার্থীকে লাভবানের সুযোগ দিতে মেকি সিলমোহর প্রস্তুত ও বিক্রি করছে। পরে অভিযান চালিয়ে ২২০টি নকল সিলসহ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
কোন প্রার্থীর জন্য সিল তৈরি করা হচ্ছিল এবং অন্য কোনো প্রার্থী সিল তৈরি করে নিয়েছে কি না এমন প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি র্যাব-৩-এর সংশ্লিষ্ট কেউ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

রাজধানীর পল্টন থেকে ভোটের ২২০টি নকল সিলসহ মো. সালাউদ্দিন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার বিকেলে পল্টনের কমরেড মণি সিংহ সড়কের ৫৯ নম্বর ‘মদিনা মেটালিক’ নামের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২২০টি নকল সিল উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, একাদশ জাতীয় সংসদে বিশেষ কোনো প্রার্থীকে লাভবান করতে সিলগুলো তৈরি করা হচ্ছিল। গতকাল র্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, র্যাব গোপন সংবাদে জানতে পারে ওই দোকানে কতিপয় ব্যক্তি আসন্ন নির্বাচনে বিশেষ কোনো প্রার্থীকে লাভবানের সুযোগ দিতে মেকি সিলমোহর প্রস্তুত ও বিক্রি করছে। পরে অভিযান চালিয়ে ২২০টি নকল সিলসহ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
কোন প্রার্থীর জন্য সিল তৈরি করা হচ্ছিল এবং অন্য কোনো প্রার্থী সিল তৈরি করে নিয়েছে কি না এমন প্রশ্নে মন্তব্য করতে রাজি হননি র্যাব-৩-এর সংশ্লিষ্ট কেউ।