ভোট দেবেন না রাষ্ট্রপতি
বিশেষ প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সাধারণ ভোটারদের কথা বিবেচনা করে আজ রবিবার ভোটের দিন বঙ্গভবনেই থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাধারণ ভোটারদের দুর্ভোগের কথা ভেবে তিনি ভোটদান থেকে বিরত থাকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন দেশ রূপান্তরকে জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার নিজস্ব এলাকা কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি নিজ এলাকায় ভোট দিতে গেলে তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়। এতে সাধারণ ভোটারদের সমস্যা হতে পারে। এ কারণে তিনি ভোট দিতে যাবেন না। একই কারণে গত নির্বাচনেও রাষ্ট্রপতি ভোটদানে বিরত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আবদুল হামিদ এই আসন থেকে ছয়বার নির্বাচিত হয়েছেন।
শেয়ার করুন
বিশেষ প্রতিনিধি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সাধারণ ভোটারদের কথা বিবেচনা করে আজ রবিবার ভোটের দিন বঙ্গভবনেই থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাধারণ ভোটারদের দুর্ভোগের কথা ভেবে তিনি ভোটদান থেকে বিরত থাকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গতকাল শনিবার রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন দেশ রূপান্তরকে জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার নিজস্ব এলাকা কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি নিজ এলাকায় ভোট দিতে গেলে তার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়। এতে সাধারণ ভোটারদের সমস্যা হতে পারে। এ কারণে তিনি ভোট দিতে যাবেন না। একই কারণে গত নির্বাচনেও রাষ্ট্রপতি ভোটদানে বিরত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আবদুল হামিদ এই আসন থেকে ছয়বার নির্বাচিত হয়েছেন।
শেয়ার করুন