প্রধানমন্ত্রী বললেন
বিএনপির ভোট বর্জনের ঘোষণায় বিভ্রান্ত হবেন না
উম্মুল ওয়ারা সুইটি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পর মাঝপথে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হলেও তাতে বিভ্রান্ত না হয়ে শেষ সময় পর্যন্ত ভোট চালিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোটের আগের দিন গতকাল শনিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন নির্বাচনী প্রচারের সময় হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ডা. মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামায়াতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নেব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদের বলব নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।’
তিনি বলেন, ‘আমি বলতে চাই, বিএনপি নির্বাচনের মাঝামাঝি সময়েই হয়তো বলে বসবে আমরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছি এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না এটা বিশ্বাস করবেন না। এটা তাদের আরেকটি গেম।’
নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটি ভোটকেন্দ্রে দলের প্রতিনিধি এবং নির্বাচনী এজেন্টদের অবস্থান করারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন বয়কট করলেও প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে ভোটের হিসাব নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ফিরতে হবে। নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত অনেক অপকৌশল গ্রহণ করবে। এটা তাদের পুরোনো অভ্যাস। তবে ভোটারদের সিদ্ধান্ত চূড়ান্ত। তারা ভোট দিলে ক্ষমতায় আসব, অন্যথায় নয়।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা ক্ষমতায়, তারপরও আমাদের দলের এতগুলো মানুষকে তারা হত্যা করেছে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলব। আমি চাই, একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক সেটাই আমাদের কাম্য।’
শেয়ার করুন
উম্মুল ওয়ারা সুইটি | ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পর মাঝপথে বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ভোট বর্জনের ঘোষণা দেওয়া হলেও তাতে বিভ্রান্ত না হয়ে শেষ সময় পর্যন্ত ভোট চালিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভোটের আগের দিন গতকাল শনিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন নির্বাচনী প্রচারের সময় হামলায় আহত দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ডা. মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামায়াতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নেব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদের বলব নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।’
তিনি বলেন, ‘আমি বলতে চাই, বিএনপি নির্বাচনের মাঝামাঝি সময়েই হয়তো বলে বসবে আমরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছি এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না এটা বিশ্বাস করবেন না। এটা তাদের আরেকটি গেম।’
নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত প্রত্যেকটি ভোটকেন্দ্রে দলের প্রতিনিধি এবং নির্বাচনী এজেন্টদের অবস্থান করারও আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।
তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন বয়কট করলেও প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে ভোটের হিসাব নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ফিরতে হবে। নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত অনেক অপকৌশল গ্রহণ করবে। এটা তাদের পুরোনো অভ্যাস। তবে ভোটারদের সিদ্ধান্ত চূড়ান্ত। তারা ভোট দিলে ক্ষমতায় আসব, অন্যথায় নয়।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা ক্ষমতায়, তারপরও আমাদের দলের এতগুলো মানুষকে তারা হত্যা করেছে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলব। আমি চাই, একটা শান্তিপূর্ণ নির্বাচন হোক। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক সেটাই আমাদের কাম্য।’