আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের নির্বাচন
রূপান্তর ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। গতকাল রবিবার বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব গণমাধ্যমেই এই নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। নি¤েœ শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।
বিবিসি
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ‘বাংলাদেশ ইলেকশনস : ডেডলি ক্ল্যাসেস মার ভোট’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়, দেশে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে এবং তা তদন্ত করে দেখা হবে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং এবারের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় পেতে পারেন বলা হয় প্রতিবেদনে। চট্টগ্রামের একটি ভোটকেন্দ্রের উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভোট শুরুর কয়েক মিনিট আগে একটি কেন্দ্রে বিবিসির প্রতিনিধি ব্যালটভর্তি বাক্স দেখতে পান। যদিও প্রিসাইডিং কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সিএনএন
‘ভায়োলেন্স এরাপ্টস ডিউরিং বাংলাদেশ ইলেকশন’ শিরোনামের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন নির্বাচনী সহিংসতায় ১৫ জনের মৃত্যুর সংবাদটি সামনে নিয়ে আসে। স্থানীয় এক পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বিভাগে রবিবারের নির্বাচন কেন্দ্র করে নয়জন নিহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও তিনিই তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারেন।
আলজাজিরা
কাতারভিত্তিক মিডিয়া আলজাজিরায় ‘বাংলাদেশ ইলেকশনস মারড বাই ডেডলি ক্ল্যাসেস’ শিরোনামে প্রতিবেদনেও সহিংসতায় মৃত্যুর বিষয়টি জায়গা পায়। দেশের বিভিন্ন স্থানে রবিবার সহিংসতার খবর পাওয়া গেলেও রাজধানী ঢাকা তুলনামূলক শান্ত ছিল। মিডিয়াটি বাংলাদেশের স্থানীয় মিডিয়া দ্য ডেইলি স্টারের বরাত দিয়ে দেশের কোন কোন স্থানে সহিংসতায় মৃত্যুর ঘটনা ঘটেছে তা প্রকাশ করে।
এনডিটিভি
ভারতীয় মিডিয়া এনডিটিভি ‘ভোটারস এলিজ বিং বারড ফ্রম পোলিং বুথস ইন বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে সাংবাদিকসহ বিরোধীদলীয় এজেন্টদের প্রবেশ করতে না দেওয়া ও ভোট কারচুপির বিষয়টি জায়গা পায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় সাংবাদিকের বরাত দিয়ে মিডিয়াটি জানায়, ‘তারা জানায় আমাদের ভোটকেন্দ্রের ভেতরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের ভোট এরই মধ্যেই দেওয়া হয়ে গেছে।’ আওয়ামী লীগ ভোট কারচুপি করেছে বলে বিরোধী দল বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেন।
রয়টার্স
বার্তা সংস্থা রয়টার্সও নির্বাচনে সহিংসতাকে তুলে ধরে। ‘বাংলাদেশ প্রোবস ভোট রিগিং অ্যালিগেশনস ইন ইলেকশন হিট বাই ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়, নির্বাচনে কারচুপির বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ছাড়া পুলিশের বরাত দিয়ে আওয়ামী লীগ এবং বিরোধীদের সমর্থকদের মধ্যকার সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহতের বিষয়টি তুলে ধরা হয়। রাজধানী ঢাকায় বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের ওপর হামলার বিষয়টি পরিষ্কার নয় বলে পুলিশের বরাত দিয়ে জানায় রয়টার্স।
দ্য গার্ডিয়ান
‘বাংলাদেশ ইলেকশন মারড বাই ডেডলি ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদনে গত এক দশকের মধ্যে এই নির্বাচনকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে অভিহিত করে দ্য গার্ডিয়ান। চট্টগ্রামের বাঁশখালীর একটি ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে একজন নিহতের সংবাদটি পুলিশপ্রধান মোহাম্মদ কামাল হোসেনের বরাতে জানানো হয়। ভোটকেন্দ্রে হামলা ঠেকাতে পুলিশ গুলি চালালে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানায় পুলিশ কর্র্তৃপক্ষ।
ভয়েস অব আমেরিকা
ক্ষমতাসীন পার্টি এবং বিরোধীদলীয় সমর্থকদের মধ্যকার সহিংসতা সত্ত্বেও বাংলাদেশের ভোটাররা নির্বাচনে অংশ নিয়েছে বলে জানায় ভয়েস অব আমেরিকা। ‘ডেডলি ক্ল্যাসেস অ্যাজ বাংলাদেশ ভোটেড ইন জেনারেল ইলেকশন’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে পারেন এমন সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
দ্য টেলিগ্রাফ
ব্রিটিশ মিডিয়া দ্য টেলিগ্রাফে ‘টু ডেড ইন বাংলাদেশ ইলেকশন ডে ক্ল্যাসেস ফলোয়িং ভায়োলেন্ট ক্যাম্পেইন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে একজন স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভোটকেন্দ্রে নিহতের কারণ তুলে ধরা হয়। বিরোধীদলীয় সমর্থকরা ভোটকেন্দ্রে হানা দিলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে এক ব্যক্তি নিহত হয় বলে স্থানীয় পুলিশপ্রধান মোহাম্মদ কামাল হোসেনের বরাত দিয়ে জানায় টেলিগ্রাফ।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মহলে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। গতকাল রবিবার বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব গণমাধ্যমেই এই নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। নি¤েœ শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো।
বিবিসি
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ‘বাংলাদেশ ইলেকশনস : ডেডলি ক্ল্যাসেস মার ভোট’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়, দেশে ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে এবং তা তদন্ত করে দেখা হবে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে এবং এবারের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় পেতে পারেন বলা হয় প্রতিবেদনে। চট্টগ্রামের একটি ভোটকেন্দ্রের উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভোট শুরুর কয়েক মিনিট আগে একটি কেন্দ্রে বিবিসির প্রতিনিধি ব্যালটভর্তি বাক্স দেখতে পান। যদিও প্রিসাইডিং কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
সিএনএন
‘ভায়োলেন্স এরাপ্টস ডিউরিং বাংলাদেশ ইলেকশন’ শিরোনামের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন নির্বাচনী সহিংসতায় ১৫ জনের মৃত্যুর সংবাদটি সামনে নিয়ে আসে। স্থানীয় এক পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রাম বিভাগে রবিবারের নির্বাচন কেন্দ্র করে নয়জন নিহত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও তিনিই তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারেন।
আলজাজিরা
কাতারভিত্তিক মিডিয়া আলজাজিরায় ‘বাংলাদেশ ইলেকশনস মারড বাই ডেডলি ক্ল্যাসেস’ শিরোনামে প্রতিবেদনেও সহিংসতায় মৃত্যুর বিষয়টি জায়গা পায়। দেশের বিভিন্ন স্থানে রবিবার সহিংসতার খবর পাওয়া গেলেও রাজধানী ঢাকা তুলনামূলক শান্ত ছিল। মিডিয়াটি বাংলাদেশের স্থানীয় মিডিয়া দ্য ডেইলি স্টারের বরাত দিয়ে দেশের কোন কোন স্থানে সহিংসতায় মৃত্যুর ঘটনা ঘটেছে তা প্রকাশ করে।
এনডিটিভি
ভারতীয় মিডিয়া এনডিটিভি ‘ভোটারস এলিজ বিং বারড ফ্রম পোলিং বুথস ইন বাংলাদেশ’ শিরোনামের প্রতিবেদনে বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে সাংবাদিকসহ বিরোধীদলীয় এজেন্টদের প্রবেশ করতে না দেওয়া ও ভোট কারচুপির বিষয়টি জায়গা পায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় সাংবাদিকের বরাত দিয়ে মিডিয়াটি জানায়, ‘তারা জানায় আমাদের ভোটকেন্দ্রের ভেতরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের ভোট এরই মধ্যেই দেওয়া হয়ে গেছে।’ আওয়ামী লীগ ভোট কারচুপি করেছে বলে বিরোধী দল বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেন।
রয়টার্স
বার্তা সংস্থা রয়টার্সও নির্বাচনে সহিংসতাকে তুলে ধরে। ‘বাংলাদেশ প্রোবস ভোট রিগিং অ্যালিগেশনস ইন ইলেকশন হিট বাই ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়, নির্বাচনে কারচুপির বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ ছাড়া পুলিশের বরাত দিয়ে আওয়ামী লীগ এবং বিরোধীদের সমর্থকদের মধ্যকার সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ২০ জন আহতের বিষয়টি তুলে ধরা হয়। রাজধানী ঢাকায় বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের ওপর হামলার বিষয়টি পরিষ্কার নয় বলে পুলিশের বরাত দিয়ে জানায় রয়টার্স।
দ্য গার্ডিয়ান
‘বাংলাদেশ ইলেকশন মারড বাই ডেডলি ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদনে গত এক দশকের মধ্যে এই নির্বাচনকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে অভিহিত করে দ্য গার্ডিয়ান। চট্টগ্রামের বাঁশখালীর একটি ভোটকেন্দ্রে পুলিশের গুলিতে একজন নিহতের সংবাদটি পুলিশপ্রধান মোহাম্মদ কামাল হোসেনের বরাতে জানানো হয়। ভোটকেন্দ্রে হামলা ঠেকাতে পুলিশ গুলি চালালে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানায় পুলিশ কর্র্তৃপক্ষ।
ভয়েস অব আমেরিকা
ক্ষমতাসীন পার্টি এবং বিরোধীদলীয় সমর্থকদের মধ্যকার সহিংসতা সত্ত্বেও বাংলাদেশের ভোটাররা নির্বাচনে অংশ নিয়েছে বলে জানায় ভয়েস অব আমেরিকা। ‘ডেডলি ক্ল্যাসেস অ্যাজ বাংলাদেশ ভোটেড ইন জেনারেল ইলেকশন’ শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে পারেন এমন সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
দ্য টেলিগ্রাফ
ব্রিটিশ মিডিয়া দ্য টেলিগ্রাফে ‘টু ডেড ইন বাংলাদেশ ইলেকশন ডে ক্ল্যাসেস ফলোয়িং ভায়োলেন্ট ক্যাম্পেইন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে একজন স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে ভোটকেন্দ্রে নিহতের কারণ তুলে ধরা হয়। বিরোধীদলীয় সমর্থকরা ভোটকেন্দ্রে হানা দিলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে এক ব্যক্তি নিহত হয় বলে স্থানীয় পুলিশপ্রধান মোহাম্মদ কামাল হোসেনের বরাত দিয়ে জানায় টেলিগ্রাফ।