সংবাদ সম্মেলনে এইচ টি ইমাম দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রমাণিত
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
এবারের নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন হিসেবে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। গতকাল রবিবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেটা প্রমাণ হয়েছে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণমন্ত্রী
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এইচ টি ইমাম বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেটা প্রমাণ হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরা এ নির্বাচনের প্রশংসা করেছে। নির্বাচন কমিশনেরও প্রশংসা করেছে তারা। সেজন্য আমরা নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সারা দেশে কোথাও কোনো আনন্দ মিছিল বের করা যাবে না দলীয় সভাপতি শেখ হাসিনার এমন নির্দেশনার কথা জানিয়ে এইচ টি ইমাম বলেন, এখন পর্যন্ত যে খবর পাচ্ছি তাতে আমাদের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে অধিকাংশ আসনে জয়ের পথে। তবে কোথাও কোনো আনন্দ মিছিল না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতা হ্রাস পেয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগকে টার্গেট করে বিএনপি-জামায়াত সারা দেশে নারকীয় তা-বের চেষ্টা করেছে। এতে আওয়ামী লীগের ১০ ও দুজন আনসার সদস্য নিহত হয়। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই। এ নির্বাচনের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন এইচ টি ইমাম।
নির্বাচন নিয়ে পর্যবেক্ষক সংস্থা আনফ্রেলের বিবৃতির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আনফ্রেলসহ কয়েকটি গোষ্ঠী নির্বাচন নিয়ে আপত্তিকর বিবৃতি দিয়েছে। বাংলাদেশে ‘অধিকার’ নামে এর সদস্য রয়েছে যার প্রধানকে হেফাজতের ঘটনায় কারাগারে যেতে হয়েছে। তাদের উক্তি দেশদ্রোহিতামূলক। তাদের অনেক বড় শক্তি অর্থ দেয়। আমরা তাদের বিবৃতি প্রত্যাখ্যান করে ঘৃণা প্রকাশ করছি।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ৩১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

এবারের নির্বাচনকে ঐতিহাসিক নির্বাচন হিসেবে উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। গতকাল রবিবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেটা প্রমাণ হয়েছে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, ত্রাণমন্ত্রী
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এইচ টি ইমাম বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব সেটা প্রমাণ হয়েছে। বিদেশি পর্যবেক্ষকরা এ নির্বাচনের প্রশংসা করেছে। নির্বাচন কমিশনেরও প্রশংসা করেছে তারা। সেজন্য আমরা নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সারা দেশে কোথাও কোনো আনন্দ মিছিল বের করা যাবে না দলীয় সভাপতি শেখ হাসিনার এমন নির্দেশনার কথা জানিয়ে এইচ টি ইমাম বলেন, এখন পর্যন্ত যে খবর পাচ্ছি তাতে আমাদের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে অধিকাংশ আসনে জয়ের পথে। তবে কোথাও কোনো আনন্দ মিছিল না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে সহিংসতা হ্রাস পেয়েছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগকে টার্গেট করে বিএনপি-জামায়াত সারা দেশে নারকীয় তা-বের চেষ্টা করেছে। এতে আওয়ামী লীগের ১০ ও দুজন আনসার সদস্য নিহত হয়। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই। এ নির্বাচনের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন এইচ টি ইমাম।
নির্বাচন নিয়ে পর্যবেক্ষক সংস্থা আনফ্রেলের বিবৃতির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আনফ্রেলসহ কয়েকটি গোষ্ঠী নির্বাচন নিয়ে আপত্তিকর বিবৃতি দিয়েছে। বাংলাদেশে ‘অধিকার’ নামে এর সদস্য রয়েছে যার প্রধানকে হেফাজতের ঘটনায় কারাগারে যেতে হয়েছে। তাদের উক্তি দেশদ্রোহিতামূলক। তাদের অনেক বড় শক্তি অর্থ দেয়। আমরা তাদের বিবৃতি প্রত্যাখ্যান করে ঘৃণা প্রকাশ করছি।