সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন
নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে
নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে অ্যাখ্যায়িত করেছে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম। তারা আরো বলেছে, এই নির্বাচন অতীতের চেয়ে অনেকাংশে ভালো, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক আবিদ আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বিদেশি পর্যবেক্ষকরা তিনটি দলে ভাগ হয়ে রাজধানীর ২৪টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এ ছাড়া ইলেকশন মনিটরিং ফোরাম দেশের ২১৪টি আসনের ১৭ হাজার ১৬৫টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি ও শ্রীলঙ্কার গবেষক এহসান ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে পরিবেশ শান্তিপূর্ণ ছিল যা ভোটারদের ভোটদানে উৎসাহিত করেছে।’ তিনি আরো বলেন, ‘এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন।’
কানাডার পর্যবেক্ষক ও গবেষক তানিয়া ফস্টার বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের সময় ভোটারদের সঙ্গে আমি কথা বলেছি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে রবিবারের ভোট সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ দেখে আমার মনে হয়েছে, এখানে কানাডার মতোই ভোটের পরিবেশ।’ কলকাতার গবেষক আইনজীবী গৌতম ঘোষ বলেন, ‘সামগ্রিকভবে মানুষ নিজেদের মতো করে ভোট দিয়েছে। ভয়ভীতি মুক্ত হয়েই মানুষ ভোটকেন্দ্রে এসেছে।’ নেপালের সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম বলেন, ‘নির্বাচনী কেন্দ্রগুলোর পরিবেশ ভালো ছিল। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে অ্যাখ্যায়িত করেছে সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ইলেকশন মনিটরিং ফোরাম। তারা আরো বলেছে, এই নির্বাচন অতীতের চেয়ে অনেকাংশে ভালো, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক আবিদ আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বিদেশি পর্যবেক্ষকরা তিনটি দলে ভাগ হয়ে রাজধানীর ২৪টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এ ছাড়া ইলেকশন মনিটরিং ফোরাম দেশের ২১৪টি আসনের ১৭ হাজার ১৬৫টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি ও শ্রীলঙ্কার গবেষক এহসান ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেছি। সেখানে পরিবেশ শান্তিপূর্ণ ছিল যা ভোটারদের ভোটদানে উৎসাহিত করেছে।’ তিনি আরো বলেন, ‘এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন।’
কানাডার পর্যবেক্ষক ও গবেষক তানিয়া ফস্টার বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণের সময় ভোটারদের সঙ্গে আমি কথা বলেছি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে রবিবারের ভোট সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ দেখে আমার মনে হয়েছে, এখানে কানাডার মতোই ভোটের পরিবেশ।’ কলকাতার গবেষক আইনজীবী গৌতম ঘোষ বলেন, ‘সামগ্রিকভবে মানুষ নিজেদের মতো করে ভোট দিয়েছে। ভয়ভীতি মুক্ত হয়েই মানুষ ভোটকেন্দ্রে এসেছে।’ নেপালের সাবেক মন্ত্রী হাকিকুল্লাহ মুসলিম বলেন, ‘নির্বাচনী কেন্দ্রগুলোর পরিবেশ ভালো ছিল। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে।’