নড়াইলে মাশরাফী খেলাধুলা জনসেবা একসঙ্গে চলবে
নড়াইল প্রতিনিধি | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা খেলাধুলার পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকার কথা জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে নড়াইলে নিজ নির্বাচনী কার্যালয় তাহেরা কনভেনশনে সংবাদকর্মীদের কাছে এ কথা জানান তিনি।
গত রবিবার অনুষ্ঠিত ভোটে মাশরাফী ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট। এ আসনে ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন।
নির্বাচনে জয়-পরবর্তী প্রতিক্রিয়ায় মাশরাফী বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে আমি এক সপ্তাহ ধরে নির্বাচনী এলাকায় ঘুরেছি। নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেছি। বিভিন্ন এলাকার সমস্যার কথা শুনেছি। এখন আমার চেষ্টা থাকবে নির্বাচনী এলাকার সমস্যাগুলো সমাধানে কাজ করা। আমার কাছে প্রাধান্য থাকবে নড়াইলে যোগাযোগব্যবস্থা, কৃষি খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, নদীভাঙন প্রতিরোধ, ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ একটি সুন্দর ও সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তোলা।’
ক্রিকেট নিয়ে ওয়ানডে দলপতি বলেন, ‘আমার টার্গেট আগামী বিশ্বকাপ। জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এখন আমার ভাবনা রয়েছে ক্রিকেট নিয়ে। আগামী ৫ জানুয়ারি থেকে বিপিএল খেলা শুরু হবে। সে জন্য ১ জানুয়ারি ঢাকায় যেতে হবে। তবে খেলার পাশাপাশি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাব। এ ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না।’
নড়াইলে কোনো মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মাশরাফী।
খেলার মাঠের মাশরাফী আর রাজনীতির মাঠের মাশরাফীর মধ্যে কোনো পার্থক্য থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতির মাঠে থেকে দেশের সেবা করার চেষ্টা করব। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবশ্যই আমি কাজ করে যাব।’
ভোটের পরের দিন সকাল থেকেই মাশরাফীর বাসভবনের সামনে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও ভক্তরা সমবেত হন। অনেকেই মাশরাফীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। নড়াইল শহরসংলগ্ন আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পলাশ মোল্লা, বাঁশগ্রাম ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মাশরাফীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। দুপুরে নড়াইল পুরাতন বাস টার্মিনাল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাশরাফী।
শেয়ার করুন
নড়াইল প্রতিনিধি | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা খেলাধুলার পাশাপাশি নির্বাচনী এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকার কথা জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে নড়াইলে নিজ নির্বাচনী কার্যালয় তাহেরা কনভেনশনে সংবাদকর্মীদের কাছে এ কথা জানান তিনি।
গত রবিবার অনুষ্ঠিত ভোটে মাশরাফী ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট। এ আসনে ভোটার ৩ লাখ ১৭ হাজার ৮৪৪ জন।
নির্বাচনে জয়-পরবর্তী প্রতিক্রিয়ায় মাশরাফী বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে আমি এক সপ্তাহ ধরে নির্বাচনী এলাকায় ঘুরেছি। নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেছি। বিভিন্ন এলাকার সমস্যার কথা শুনেছি। এখন আমার চেষ্টা থাকবে নির্বাচনী এলাকার সমস্যাগুলো সমাধানে কাজ করা। আমার কাছে প্রাধান্য থাকবে নড়াইলে যোগাযোগব্যবস্থা, কৃষি খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, নদীভাঙন প্রতিরোধ, ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ একটি সুন্দর ও সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তোলা।’
ক্রিকেট নিয়ে ওয়ানডে দলপতি বলেন, ‘আমার টার্গেট আগামী বিশ্বকাপ। জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এখন আমার ভাবনা রয়েছে ক্রিকেট নিয়ে। আগামী ৫ জানুয়ারি থেকে বিপিএল খেলা শুরু হবে। সে জন্য ১ জানুয়ারি ঢাকায় যেতে হবে। তবে খেলার পাশাপাশি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ চালিয়ে যাব। এ ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না।’
নড়াইলে কোনো মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মাশরাফী।
খেলার মাঠের মাশরাফী আর রাজনীতির মাঠের মাশরাফীর মধ্যে কোনো পার্থক্য থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের জন্য যেমন খেলেছি, তেমনি রাজনীতির মাঠে থেকে দেশের সেবা করার চেষ্টা করব। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরির কাজ চালিয়ে যাচ্ছি। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবশ্যই আমি কাজ করে যাব।’
ভোটের পরের দিন সকাল থেকেই মাশরাফীর বাসভবনের সামনে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও ভক্তরা সমবেত হন। অনেকেই মাশরাফীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। নড়াইল শহরসংলগ্ন আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পলাশ মোল্লা, বাঁশগ্রাম ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা মাশরাফীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। দুপুরে নড়াইল পুরাতন বাস টার্মিনাল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মাশরাফী।