সিলেট-২
ভোট হয়েছে সুষ্ঠু : মোকাব্বির
নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির খান। তিনি সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোটের পরদিন গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে দেওয়া প্রতিক্রিয়ায় মোকাব্বির বলেন, ‘সারা দেশে কারচুপি হলেও সিলেট-২ আসনে তেমন কোনো কারচুপি হয়নি। তার এজেন্টরা ভোটকেন্দ্রে ছিলেন।’
শপথ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু তিনি গণফোরামের নেতা সেহেতু গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্ট যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। এখন নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে যে কথাগুলো এসেছে তা রাজনৈতিক।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির খান। তিনি সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ভোটের পরদিন গতকাল সোমবার রাতে দেশ রূপান্তরকে দেওয়া প্রতিক্রিয়ায় মোকাব্বির বলেন, ‘সারা দেশে কারচুপি হলেও সিলেট-২ আসনে তেমন কোনো কারচুপি হয়নি। তার এজেন্টরা ভোটকেন্দ্রে ছিলেন।’
শপথ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু তিনি গণফোরামের নেতা সেহেতু গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্ট যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। এখন নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে যে কথাগুলো এসেছে তা রাজনৈতিক।
শেয়ার করুন