সব দলের অংশগ্রহণ জাতিসংঘের প্রশংসা
বিশেষ প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করেছে জাতিসংঘ। একই সঙ্গে তারা নির্বাচনী প্রচারের সময়, নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার ইউএন নিউজে প্রকাশিত ‘পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক বিবৃতিতে বলা হয়Ñ সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নির্বাচনী প্রচার এবং নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি বা আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ১০ বছরের মধ্যে প্রথমবার নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের জন্য অভিনন্দন জানানো হয়েছে এতে।
সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, নির্বাচন-পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সভা সমাবেশ ও মতপ্রকাশ করতে পারে। সহিংসতা এবং মানুষ ও সম্পত্তির ওপর আঘাত গ্রহণযোগ্য নয়।
শেয়ার করুন
বিশেষ প্রতিনিধি | ২ জানুয়ারি, ২০১৯ ০০:০০

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করেছে জাতিসংঘ। একই সঙ্গে তারা নির্বাচনী প্রচারের সময়, নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
গতকাল মঙ্গলবার ইউএন নিউজে প্রকাশিত ‘পিস অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক বিবৃতিতে বলা হয়Ñ সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নির্বাচনী প্রচার এবং নির্বাচনের দিন প্রার্থী ও ভোটারদের প্রাণহানি বা আহত হওয়ার ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ১০ বছরের মধ্যে প্রথমবার নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণের জন্য অভিনন্দন জানানো হয়েছে এতে।
সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, নির্বাচন-পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে মানুষ সভা সমাবেশ ও মতপ্রকাশ করতে পারে। সহিংসতা এবং মানুষ ও সম্পত্তির ওপর আঘাত গ্রহণযোগ্য নয়।