সাগরতলের পার্ক
রূপান্তর ডেস্ক | ১৭ জুন, ২০১৯ ০০:০০
বিশ্ব অর্থনীতিতে পর্যটন শিল্প ক্রমশ গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে। এশিয়া থেকে শুরু করে আফ্রিকার দেশগুলো পর্যন্ত এই শিল্পের প্রতি যত্ন শীল হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনও বাদ যায়নি এই প্রতিযোগিতা থেকে। তবে অন্য দেশের তুলনায় বাহরাইন এই শিল্পে নতুন চটকদারিত্ব দেখিয়েছে, যা বলা চলে বিশ্বে প্রথম। সাগরতলে এক লাখ বর্গমিটার জায়গা জুড়ে একটি থিমপার্ক নির্মাণ করেছে বাহরাইন। এই থিমপার্কে যেতে হলে পর্যটকদের অবশ্যই সাঁতার জানতে হবে। আর যারা সাঁতার জানেন না, তাদের জন্য রয়েছে গাইডের ব্যবস্থা।
পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো আস্ত বোয়িং ৭৪৭ বিমান। দিয়ার আল মুহারাক নামের এই পার্কটিতে থাকা বোয়িংয়ের ভেতরে আছে বিচিত্র সব সুযোগ-সুবিধা। বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ ডাইভারদের জন্য স্বর্গরাজ্য তৈরি করেছে বাহরাইন। দেশটির পর্যটন মন্ত্রণালয় আশা করছে, বছরে বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে এই পার্ক থেকে।
দেশটির শিল্প, বাণিজ্য এবং পর্যটনমন্ত্রী জায়েদ বিন রশিদ আল জায়ানির মতে, সাগরবক্ষে থাকা ৭০ মিটার দীর্ঘ এই বোয়িংটি এই পার্কের অন্যতম আকর্ষণ। পানির নিচের পরিবেশে যাতে টিকে থাকতে পারে সেই লক্ষ্যে এই বোয়িংটি তৈরি করা হয়েছে। চলতি বছরের আগস্ট থেকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা এই পার্কে প্রবেশের জন্য বুকিং দিতে পারবেন।
কৃত্রিম কোরাল তৈরি করা হয়েছে বিভিন্ন উপকরণ দিয়ে পার্কের সৌন্দর্যবর্ধনে। তবে বাহরাইন এই প্রকল্পকে প্রকৃতিবান্ধব বললেও পরিবেশবিদ আদ্রিয়ানা হিউম্যানাসের মতে, কৃত্রিম কোরাল তৈরিতে যেসব উপকরণ ব্যবহার করা হয় তা সবসময় প্রকৃতিবান্ধব নাও হতে পারে। তামার মতো উপকরণ অনেক সময়েই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বলেও তিনি মনে করেন।
তুরস্ক, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোও পানির নিচে থিমপার্ক তৈরির কাজ হাতে নিয়েছে গত কয়েক বছরে। কিন্তু এদের মধ্যে বাহরাইনই প্রথম বাণিজ্যিকভাবে পানির নিচের থিমপার্ক তৈরি করেছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৭ জুন, ২০১৯ ০০:০০

বিশ্ব অর্থনীতিতে পর্যটন শিল্প ক্রমশ গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে। এশিয়া থেকে শুরু করে আফ্রিকার দেশগুলো পর্যন্ত এই শিল্পের প্রতি যত্ন শীল হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনও বাদ যায়নি এই প্রতিযোগিতা থেকে। তবে অন্য দেশের তুলনায় বাহরাইন এই শিল্পে নতুন চটকদারিত্ব দেখিয়েছে, যা বলা চলে বিশ্বে প্রথম। সাগরতলে এক লাখ বর্গমিটার জায়গা জুড়ে একটি থিমপার্ক নির্মাণ করেছে বাহরাইন। এই থিমপার্কে যেতে হলে পর্যটকদের অবশ্যই সাঁতার জানতে হবে। আর যারা সাঁতার জানেন না, তাদের জন্য রয়েছে গাইডের ব্যবস্থা।
পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো আস্ত বোয়িং ৭৪৭ বিমান। দিয়ার আল মুহারাক নামের এই পার্কটিতে থাকা বোয়িংয়ের ভেতরে আছে বিচিত্র সব সুযোগ-সুবিধা। বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ ডাইভারদের জন্য স্বর্গরাজ্য তৈরি করেছে বাহরাইন। দেশটির পর্যটন মন্ত্রণালয় আশা করছে, বছরে বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে এই পার্ক থেকে।
দেশটির শিল্প, বাণিজ্য এবং পর্যটনমন্ত্রী জায়েদ বিন রশিদ আল জায়ানির মতে, সাগরবক্ষে থাকা ৭০ মিটার দীর্ঘ এই বোয়িংটি এই পার্কের অন্যতম আকর্ষণ। পানির নিচের পরিবেশে যাতে টিকে থাকতে পারে সেই লক্ষ্যে এই বোয়িংটি তৈরি করা হয়েছে। চলতি বছরের আগস্ট থেকে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা এই পার্কে প্রবেশের জন্য বুকিং দিতে পারবেন।
কৃত্রিম কোরাল তৈরি করা হয়েছে বিভিন্ন উপকরণ দিয়ে পার্কের সৌন্দর্যবর্ধনে। তবে বাহরাইন এই প্রকল্পকে প্রকৃতিবান্ধব বললেও পরিবেশবিদ আদ্রিয়ানা হিউম্যানাসের মতে, কৃত্রিম কোরাল তৈরিতে যেসব উপকরণ ব্যবহার করা হয় তা সবসময় প্রকৃতিবান্ধব নাও হতে পারে। তামার মতো উপকরণ অনেক সময়েই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বলেও তিনি মনে করেন।
তুরস্ক, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোও পানির নিচে থিমপার্ক তৈরির কাজ হাতে নিয়েছে গত কয়েক বছরে। কিন্তু এদের মধ্যে বাহরাইনই প্রথম বাণিজ্যিকভাবে পানির নিচের থিমপার্ক তৈরি করেছে।